রবিবার, ৯ জুন, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে রোজী-সেলিমের ‘শকুন্তলা’

শোবিজ প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে রোজী-সেলিমের ‘শকুন্তলা’

আশির দশকে নাসির উদ্দীন ইউসুফের নির্দেশনায় ঢাকার মঞ্চে দারুণ সাড়া ফেলে ‘শকুন্তলা’। ঢাকা থিয়েটারের ৫০ বছরপূর্তির অংশ হিসেবে নতুন করে এবার শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় যুক্তরাষ্ট্রের মঞ্চে আসছে নাটকটি। এটি আসবে যুক্তরাষ্ট্রের ডালাস বাংলা গ্রুপ থিয়েটারের ব্যানারে। যুক্তরাষ্ট্রের ডালাস অঙ্গরাজ্যের অস্টিন, হিউস্টনসহ তিনটি শহরে প্রদর্শিত হবে নাটকটি। যুক্তরাষ্ট্রের অস্টিনে ২২ জুন, হিউস্টন শহরে ৩০ জুন এবং ডালাসে ৭, ১২ ও ১৩ জুলাই নাটকটি প্রদর্শিত হবে। শহীদুজ্জামান সেলিম ছাড়া এ নাটকে বাংলাদেশ থেকে আরও অভিনয় করবেন রোজী সিদ্দিকী। ‘শকুন্তলা’ নাটকটির নতুন করে পোস্টার পরিকল্পনা করেছেন আফজাল হোসেন। সংগীত রাহুল আনন্দ এবং পোশাক পরিকল্পনা করেছেন যৌথভাবে নাসরীন নাহার ও রোজী সিদ্দিকী। এদিকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সেলিম। সেখানে টানা ২০ দিন রিহার্সাল করাবেন তিনি।

সর্বশেষ খবর