সোমবার, ১০ জুন, ২০২৪ ০০:০০ টা

পড়শীর নতুন গান

শোবিজ প্রতিবেদক

পড়শীর নতুন গান

ঈদকে সামনে রেখে গান উপহার দিতে ব্যস্ত সংগীত শিল্পীরা। তাদের একজন সাবরিনা পড়শী। কিন্তু গান ছাড়াও তো অভিনয়ে আছেন পড়শী। এ মুহূর্তে কয়েকটা নাটকের কাজও তার হাতে রয়েছে। দুই বছর ধরে বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি। গত ঈদেও অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রথম ভালোবাসা’ নামে একটি নাটকে কাজ করেছেন; সেখানেও এ গায়িকা রেখেছেন মেধার ছাপ। ফলে বরাবরের মতো ভিউ এবং দর্শকপ্রিয়তায়ও এগিয়ে ছিল পড়শীর অভিনয়ের নাটকগুলো। তবে এবার ঈদে দর্শক-শ্রোতাদের জন্য নাটক বা গান, কোনটা আনছেন পড়শী? তিনি জানিয়েছেন, বেশকিছু নাটকের ক্রিপ্ট তার হাতে এলেও এ মুহূর্তে কোনো ঈদ নাটকে দেখা যাবে না তাকে। তাই এবার ঈদে বরং গানেই দেখা যাবে এ শিল্পীকে; দর্শকদের উপহার দেবেন নতুন গান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর