বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

জমজমাট আয়োজনে ঈদের নাটক

জমজমাট আয়োজনে ঈদের নাটক

রোজার ঈদ শেষে কোরবানির ঈদ উৎসবের প্রস্তুতি চলছে নাটকপাড়ায়। তবে জনপ্রিয় তারকারা ওটিটির দিকে ঝুঁকে যাওয়ার কারণে নাটকে তাদের উপস্থিতি কিছুটা হলেও কম। সম্ভাবনাময় নতুনরা একচেটিয়া কাজ করছেন টিভি নাটক, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফরমে। এদিকে বাজেট বাড়লেও কমেডি-রোমান্টিক ধারা থেকে বের হতে পারছেন না কেউ। এর ভিড়ে সমসাময়িক, জীবনঘনিষ্ঠ ও মানবিক গল্পের নাটক নির্মাণের চ্যালেঞ্জ নিচ্ছেন নির্মাতা-প্রযোজকরা। সব মিলিয়ে ঈদের নাটকের প্রস্তুতি নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

ভিউকে প্রাধান্য দিয়ে ভিন্নধর্মী নাটক নির্মাণে ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। প্রযোজক, পরিচালক ও কলাকুশলীদের সূত্রে জানা যায়, রোজার ঈদ এবং এ কোরবানির ঈদ মিলিয়ে এবার টিভি, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফরমে প্রচার হতে পারে প্রায় সাড়ে পাঁচ শ নাটক। আর বাজেট বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কলাকুশলীদের পারিশ্রমিক। দর্শকপ্রিয় অভিনেতা জোভান ঈদ নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তার প্রায় ৯ থেকে ১০টি নাটক প্রচার হবে। যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য মহিদুল মহিমের ‘বাসট্রিপ’, ইমরোজ শাওনের ‘কাপল অব দ্য ক্যাম্পাস’, পিককের ব্যানারে মাবরুর রশীদ বান্নাহর ‘এ হৃদয়’, মিজানুর রহমান আরিয়ানের ‘ভেতরে বাহিরে’ প্রভৃতি। তানজিম সাইয়ারা তটিনীও করেছেন ‘ভেতরে বাহিরে’, ‘বন্ধুত্ব নাকি প্রেম’সহ বেশকিছু নাটক। ‘এ হৃদয়’-এ জোভানের সঙ্গে দেখা যাবে কেয়া পায়েলকে। এদিকে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান ও তানিয়া বৃষ্টিকে করেছেন রুবেল আনুশের ‘মাস্তান’। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে আব্রাহাম তামিম। সাজ্জাদ হোসাইন বাপ্পির ‘সামার ব্রেক’-এ জুটি হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এ সময়ের অভিনেতা আরশ-তাসনুভা তিশাকে নিয়ে সকাল আহমেদের ঈদের নাটক ‘আরো কিছুটা সময়’। এ জুটি আরও করেছেন রাইসুল তমালের ‘শীতল মেঘের প্রেম’। রাগিব রায়হান পিয়ালের ‘মাকড়সা’ দিয়ে জুটি গড়েছেন সাবিলা নূর ও শ্যামল মাওলা। সাবিলা নূরের আরও একটি নাটক মুরসালিন শুভর ‘রাত বাকি’, যেখানে তার বিপরীতে রয়েছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। সাবিলা নূর-ইরেশ যাকের অভিনীত ও ইমরাউল রাফাতের ‘সুঁতো’, যেটি লিখেছেন অপূর্ণ রুবেল। মুশফিক ফারহান-স্পর্শিয়া অভিনীত তৌফিকুল ইসলামের ‘নূর’ ঈদে আসবে। এদিকে সালাহউদ্দিন লাভলু-চঞ্চল জুটিকে দেখা যাবে ‘পোকা দিয়ে পোকা ধরা’ নাটকে। গল্প লিখেছেন মাসুম রেজা। মজুমদার শিমুলের ‘ইচ্ছে পূরণ’ করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল ও তারিক আনাম খান। এ ছাড়াও ঈদের জন্য নির্মিত ইরফান-সাদিয়ার ‘মন খারাপের দিন’, ইয়াশ-সাদিয়ার ‘সোনিয়া সিন্ড্রোম’, সৈয়দ শাওন-সাদিয়া অভিনীত সুব্রত সঞ্জীবের ‘ইলিশের গন্ধ’, তানজিন তিশা অভিনীত আহমেদ তাওকীর রচিত রাফাত মজুমদার রিংকুর ‘নরসুন্দরী’, জাকারিয়া সৌখিনের পরিচালনায় তৌসিফ মাহবুব-কেয়া পায়েল অভিনীত ‘রূপকথা’, নাসির খানের রচনায় রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ (ইয়াশ-দর্শনা বণিক), তৌসিফ-তিশার ‘ফ্যামিলী’, মোস্তফা কামাল রাজের পরিচালনায় ‘ঈদ ভ্যাকেশন’ (খায়রুল বাসার-কেয়া পায়েল) ও ‘নয়নতারা’ (তৌসিফ-তটিনী), হাসান রেজাউলের ‘ওহ হানি’ (হুরায়রা তানভীর-আইশা), তৌসিফ-কেয়া পায়েলকে নিয়ে সাজ্জাদ হোসেন বাপ্পীর ‘চিড়িয়া ঘর’, মোশাররফ করিম-তানিয়া বৃষ্টির ‘জায়গায় ব্রেক’ প্রভৃতি। অন্যদিকে তৌসিফ-আইশা-রোদশীকে নিয়ে ‘বয়ফ্রেন্ডের সাথে বেস্টফ্রেন্ড ফি’ নির্মাণ করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র। এদিকে ঈদুল আজহা উপলক্ষে বিটিভির নাটক মনোজ-নওবার ‘মধুযাত্রা’, সাজু খাদেম-জাকিয়া বারী মম-আহসান হাবিব নাসিমের ‘অবিরাম দেবদাস’, নাদিয়া আহমেদ-শাহেদ শরীফের ‘প্রায়শ্চিত্ত’ এবং ইন্তেখাব দিনার-রওনক হাসান-রুকাইয়া জাহান চমক অভিনীত ‘চার মূর্তি’। দিলারা জামান-হায়াত ও রেজমিন সেতুকে নিয়ে নাটক ‘সানগ্লাস’ নির্মাণ করেছেন ফেরদৌস হাসান। ফারিয়া হোসেনের রচনায় পারসা ইভানা ও জুনায়েদ বোগদাদীকে নিয়ে ‘রাজপুত্র ও অপ্সরী’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নির্মিত হয়েছে মোশাররফ করিম-অলংকার অভিনীত ‘একদিনে সেলিব্রিটি’। দিলারা জামান ও জিয়াউল ফারুক অপূর্বকে নিয়ে জাকারিয়া সৌখিন নির্মাণ করেছেন নাটক ‘মন দুয়ারী’। মাইদুল রাকিবের কমেডি ঘরানার ‘লুঙ্গীম্যান’-এ রয়েছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এদিকে জিয়াউদ্দিন আলমের ‘তোমার সাথে আড়ি’তে নিলয়ের সঙ্গে রয়েছেন সামিরা খান মাহি। ফাল্গুনী হামিদের ‘আমাতে অস্পষ্ট তুমি’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তনিমা হামিদ, জাহিদ হাসান ও আহসান হাবিব নাসিম। তুহিন হোসেনের পরিচালনায় ৭ পর্বের ধারাবাহিক ‘ত্রিরত্ন’তে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, পাভেল। আফজাল হোসেনের ছোটকাকু সিরিজের ‘হবিগঞ্জের হরবোলা’য় অভিনয় করেছেন ভাবনা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর