বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদে ‘আগন্তুক’ পূজা

শোবিজ প্রতিবেদক

ঈদে ‘আগন্তুক’ পূজা

ঈদে মুক্তি তালিকায় এবার যোগ হলো পূজা চেরী অভিনীত ‘আগন্তুক’ সিনেমাটি। সুমন ধর পরিচালিত এ সিনেমা সম্পর্কে পূজা বলেন, অ্যাকশন থ্রিলারধর্মী এ ছবিতে আামার চরিত্রে ভ্যারিয়েশন আছে। অবশ্যই ছবিটি দর্শকের মন কাড়বে। কামাল হাসানের প্রযোজনায় ছবিটি পরিবেশনা করছে দি অভি কথাচিত্র। এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আনিসুর রহমান মিশু। দি অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ছবিটির শুটিং বছর দুয়েক আগে শেষ হয়েছিল। এ ঈদে আমাদের ‘জংলি’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু কাজ শেষ না করতে পারায় মুক্তি দিচ্ছি না। ‘আগন্তুক’ আগে প্রস্তুত করা ছিল। তাই আমরা ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিই, আমাদের ছবিটি মাল্টিপ্লেক্সগুলো দেখেছে। তাদের তরফ থেকে নিশ্চয়তা দেওয়ার পরই মুক্তির চূড়ান্ত ঘোষণা দিয়েছি। এ ছবিতে আরও অভিনয় করেছেন- শ্যামল মাওলা, মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়, শিখা খান মৌ, আনোয়া শাহী, শাহেদ আলী সুজন। এর ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর