শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদের আয়োজনে যেসব গান

পান্থ আফজাল

ঈদের আয়োজনে যেসব গান

এবারের ঈদ আয়োজনে অন্যতম আকর্ষণ ড. মাহফুজুর রহমানের গান। এটিএন বাংলায় ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘আমার চোখের আলো’। অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। এদিন বাংলা গানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় কয়েকটি হিন্দি গানও। এ ছাড়া ঈদের পরদিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে দ্বৈত গানের সংগীতানুষ্ঠান ‘ওয়াদা করো’। অনুষ্ঠানে থাকছে কেহেদু তুমছে, তুঝে দেখা তু ইয়ে, মুঝে দিলসে ভুলানা, মেরা দিল ভি কিতনা পাগল প্রভৃতি শিরোনামের গান। ডুয়েট গানগুলোতে ড. মাহফুজুর রহমানের সহশিল্পী নীলিমা, ভাবনা ও তাহমিনা। গানের যুবরাজ আসিফ আকবর ডনরূপে হাজির হচ্ছেন ‘দ্য লাস্ট ডন’ মিউজিক্যাল ফিল্মে। গানটি গাওয়ার পাশাপাশি অভিনয় করেছেন তিনি। গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। সংগীত পরিচালনায় জাভেদ আহমেদ কিসলু। মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন সৈকত নাসির। আগামী ১৭ জুন ঈদের দিন বিকাল ৪টায় আসিফ আকবরের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে মিউজিক্যাল ফিল্মটি। নকীব খানের সুরে, ফোয়াদ নাসের বাবুর সংগীতায়োজনে সানিয়া সুলতানা লিজা গেয়েছেন ‘পূর্ণিমা চাঁদ’। ফাহমিদা নবী ও কৃষ্ণকলি এবার গেয়েছেন বিটিভির ঈদ আয়োজনে। ঈদের তৃতীয় দিন বিকাল ৪টায় থাকছে ফাহমিদা নবীর একক পরিবেশনা ‘লুকোচুরি গল্প’। ঈদের দ্বিতীয় দিন সকাল ১১টা ১০ মিনিটে গাইবেন গানের দল ও কৃষ্ণকলি।

ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। এ সিনেমার প্রীতম হাসান-দেবশ্রী অন্তরার গাওয়া ‘লাগে উরাধুরা’ ঝড় তুলেছে। গানের কথা রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। এদিকে রাশিদ পলাশের ‘ময়ূরাক্ষী’র আইটেম গান ‘পিরিতির বাজার এহন আগের মতো নাই’ প্রকাশ পেয়েছে।

‘আবার যদি দেখা হয়ে যায়’ শিরোনামে নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন সামিনা চৌধুরী। গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী, সুর এহসান রাহীর এবং সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশিত হবে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আল-মাসুদ। নতুন গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। গানের কথা এমন, ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা, শুধু তোমাতে আমাতে কখনও তুখোড় ঝড় হয়ে কখনও শ্রাবণধারা।’ এমন কথার গানটি লিখেছেন ফারজানা রহমান। গানটির সুর করেছেন ফাহমিদা নবী নিজেই। গানটির সংগীতায়োজনে সজীব দাস।

৬৩টি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন ৫৪ জন শিল্পী। সব গানের কথা ও সুর স্থপতি ও চিত্রনির্মাতা এনামুল করিম নির্ঝরের। গানের এ সংকলনের নাম ‘যেটা আমাদের নিজের মতোন’। সংকলনটির নয়টি পর্বে সাতটি করে গান রয়েছে। এ প্রকল্পে সংগীতায়োজক হিসেবে কাজ করেছেন ১৩ জন সংগীত পরিচালক। গানগুলোতে আরও কণ্ঠ দিয়েছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, শুভেন্দু দাস, অবন্তী সিঁথি, সাগর দেওয়ান, সায়ন্তিনী ত্বিষা, আদনান রুশদি ও পুনম ঘোষ। গানগুলোতে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন লাবিক কামাল গৌরব, শুভেন্দু দাস, সৈয়দ কামরুজ্জামান সুজন, আদনান রুশদি, অটমনাল মুন। ঐশীর গাওয়া ’স্টেশন’ গানটি লিখেছেন সোমেশ্বে’র অলি, সুর করেছেন বেলাল খান। কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের গাওয়া ‘তোমার এক কথায়’ শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন আবদুল কাদের, সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের কবিতা থেকে ‘কবে ও কিভাবে’ শিরোনামে গানে সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন তানভীর তারেক। ভিডিও নির্মাণে ইয়ামিন ইলান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর