শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

অভিজ্ঞতার গল্প শোনালেন তুফান অভিনয়শিল্পীরা

শোবিজ প্রতিবেদক

অভিজ্ঞতার গল্প শোনালেন তুফান অভিনয়শিল্পীরা

এ ঈদে রায়হান রাফীর ‘তুফান’ নিয়ে হাজির হচ্ছেন শীর্ষ নায়ক শাকিব খান। তার সঙ্গী সফল বহুমাত্রিক অভিনেতা চঞ্চল চৌধুরী। এ তারকাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী নাবিলা ও মিমি চক্রবর্তী। তুফানের এসব তারকাকে সঙ্গী করে প্রযোজক রেদওয়ান রনি ও শাহরিয়ার শাকিল বুধবার রাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে শোনালেন তাদের অভিজ্ঞতার গল্প। শাকিব খান বললেন, ‘দর্শক আমাদের পাশে থাকলে ‘তুফান’ ইতিহাস গড়বে।’ মিমি বললেন, ‘মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য এক বিরাট ব্যাপার ছিল।’ নাবিলা বললেন, ‘এত বছর পর বড় পর্দায় ফিরছি ‘তুফান’ দিয়ে।’ এদিকে চঞ্চল চৌধুরী বললেন, ‘শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করার ইচ্ছা ছিল বহু দিনের। নির্মাতা ও প্রযোজককে ধন্যবাদ এ যাত্রায় আমাকে যুক্ত করার জন্য।’

সর্বশেষ খবর