শুক্রবার, ১৪ জুন, ২০২৪ ০০:০০ টা

ঈদে ইশতিয়াকের দুই নাটক

শোবিজ প্রতিবেদক

এবারের ঈদে দুটি নাটক বানিয়েছেন নির্মাতা-লেখক ইশতিয়াক আহমেদ। নাটক দুটির গল্প ও চিত্রনাট্য তারই। দুই নাটকের একটি সোহেল মন্ডল ও সামিরা খান মাহিকে নিয়ে ‘পরাজিত’। এক যুবকের জুয়া খেলার নেশাকে উপজীব্য করে তৈরি হয়েছে এ গল্প। যার প্রেম অপরদিকে জুয়ার টান। দুয়ের মাঝে শেষ পর্যন্ত জয় কার? নাটকটি ঈদের ষষ্ঠ দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচারিত হবে। অন্য নাটকটির নাম ‘প্রিয় পুত্র’। অ্যালেন শুভ্র, তাসনুভা তিশা, তারিক আনাম খান ও সাবেরি আলমের মতো শিল্পীদের দেখা যাবে নাটকে। পিতা এবং পুত্রের প্রজন্মের ফারাক এবং পুত্রের বেপরোয়া জীবন নিয়ে মূলত এ গল্প।  শেষ অবধি পুত্রের অনুশোচনা কী হয়? নাটকটিতে রয়েছে তারই চিত্রায়ণ। নাটকটি ঈদের আগের দিন গানচিলের ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে পারে। নাটকগুলো ঢাকা ও ঢাকার আশপাশের লোকেশনে চিত্রায়িত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর