শনিবার, ১৫ জুন, ২০২৪ ০০:০০ টা

মারা গেলেন সুনেত্রা, কেউ জানল না

শোবিজ প্রতিবেদক

মারা গেলেন সুনেত্রা, কেউ জানল না

দীর্ঘদিনের কিডনি জটিলতা অবশেষে প্রাণ কেড়ে নিল এক সময়ের জনপ্রিয় নায়িকা সুনেত্রার। আশি ও নব্বই দশকের দর্শকপ্রিয় ৫৩ বছর বয়সী এ নায়িকা দেড় মাস আগে গত ২৩ এপ্রিল কলকাতায় মারা যান। অথচ এতদিনে সেই খবর কেউ জানতেও পারেনি। অবশেষে শুক্রবার ভোরে ফেসবুকে দেওয়া এক পোস্টে দুঃসংবাদটি জানিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। ১৯৭০ সালের ৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন সুনেত্রা। তার প্রকৃত নাম রীনা সুনেত্রা কুমার। মঞ্চ থেকে তার অভিনয়ে যাত্রা শুরু। বাংলাদেশি পরিচালক মমতাজ আলী তাকে সিনেমায় আনেন। ঢাকায় সুনেত্রার প্রথম সিনেমা ছিল জাফর ইকবালের বিপরীতে ‘উসিলা’ (১৯৮৫)। তিনি সবচেয়ে বেশি পরিচিতি পান ১৯৯০ সালে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘পালকি’ সিনেমাটির মাধ্যমে। বাংলাদেশের পাশাপাশি কলকাতায় উল্লেখযোগ্য হারে সিনেমায় কাজ করেছেন প্রয়াত চিত্রনায়িকা সুনেত্রা। তাকে দেখা গেছে দুটি উর্দু সিনেমা এবং পাকিস্তানের কিছু টিভি নাটকেও। ১৯৯২ সালে জাফর ইকবালের বিপরীতে ‘ঘর ভাঙা ঘর’ ছবিটিকেই সুনেত্রা অভিনীত সর্বশেষ বাংলাদেশি ছবি বলে ধরা হয়। এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবিতে।  ১৯৯৯ সালে সেখানে সর্বশেষ সুনেত্রা অভিনীত ‘দানব’ ছবিটি মুক্তি পায়। সে ছবিতে তিনি অভিনয় করেছিলেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বিপরীতে। এরপর কলকাতার এক ব্যবসায়ীকে বিয়ে করে অভিনয় ছেড়ে সংসারে মনোযোগী হন সুনেত্রা।

সর্বশেষ খবর