রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

সময়ের পরিবর্তনে আনন্দও বদলে গেছে : সোহেল রানা

আলাউদ্দীন মাজিদ

সময়ের পরিবর্তনে আনন্দও বদলে গেছে : সোহেল রানা

আমাদের ছোটবেলায় ঈদের যে আনন্দ ছিল সময়ের পরিবর্তনে স্বাভাবিকভাবেই তা বদলে গেছে। এখন আর ছোটদের মধ্যে সকালে ওঠে নতুন কাপড় পরা, ঈদগাহে যাওয়া, নামাজ শেষে এসে সালামির জন্য বাড়িতে বাড়িতে ছোটা এসব এখন তেমনভাবে আর নেই। এতে আমি দোষের কিছু দেখি না। কারণ সময়ের পরিবর্তন আর নতুন প্রযুক্তির জোয়ার ছোটদের মনমানসিকতার ওপরও ব্যাপক প্রভাব ফেলছে। আগে একটা কৃষ্টি কালচার ঐতিহ্য পাল্টাতে কমপক্ষে ৫০/৬০ বছর লাগত। কিন্তু প্রায় সত্তরের দশক থেকে দেখছি এ ঐতিহ্য দ্রুত পরিবর্তন হচ্ছে। সঙ্গে মানবিক মূল্যবোধও কমতে শুরু করেছে। নতুন নতুন প্রযুক্তি যে কোনো আনন্দকে দ্রুত কেড়ে নিচ্ছে। এখন বাচ্চাদের হাতেও মোবাইল। এ মোবাইল আসক্তি ঐতিহ্যগত আনন্দকে ক্রমেই চাপা দিয়ে দিচ্ছে। বাচ্চা-বুড়ো সবাই যান্ত্রিক হয়ে যাচ্ছেন। মানুষ প্রাত্যহিক নিত্যনতুন পরিবর্তনের মধ্যে ঢুকতে গিয়ে প্রথাগত আনন্দকে ভুলে যাচ্ছে। এতে অন্তত আমি দুঃখ পাই না। এ জন্য যে, এ বিবর্তন আর পরিবর্তনকে মেনে ও মানিয়ে নিতে হবে। না হলে কষ্ট এত বাড়বে যে, ব্রেইন সেটা গ্রহণ করতে না পারলে পাগল বা একঘরে হয়ে যেতে হবে। 

এখন ঐতিহ্যের স্থান দখল করে নিয়েছে নতুন প্রযুক্তি।  এটাকে আমি খারাপ বলব না, বলব খারাপকে বর্জন করতে।

 

সর্বশেষ খবর