রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

শিবলী-নিপার কণ্ঠে গান

শোবিজ প্রতিবেদক

শিবলী-নিপার কণ্ঠে গান

নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা এ দেশের নাচের জগতের পুরোধা ব্যক্তিত্ব। তবে এবার এ জনপ্রিয় জুটির কণ্ঠে শোনা যাবে গান। ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে ঈদের তৃতীয় দিন সকাল ১১টায় প্রচারিত হবে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘বৃত্তের বাইরে’। বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে এ অনুষ্ঠান। অনুষ্ঠানটিতে তারা নিজ পেশার বাইরে তাদের পছন্দের বিষয়টি পরিবেশন করেছেন। সেই অনুষ্ঠানের জন্যই গানকে বেছে নিয়েছেন শিবলী-নীপা। ‘বৃত্তের বাইরে’ উপস্থাপনা করেছেন ডালিয়া আক্তার, বর্তমানে তিনি পুরুষ হ্যান্ডবলের কোচ। এদিকে নৃত্যাঞ্চল আয়োজিত ভারতের প্রখ্যাত ছৌ নৃত্যগুরু স্বপন মজুমদারের পরিচালনায় পাঁচ দিনব্যাপী ছৌ নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ছৌ নৃত্য কর্মশালা ও সমাপনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খ্যাতনামা নৃত্য জুটি শামীম আরা নিপা ও শিবলী মোহাম্মদ।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর