রবিবার, ১৬ জুন, ২০২৪ ০০:০০ টা

নিউজ টোয়েন্টিফোরের আয়োজন

শোবিজ প্রতিবেদক

নিউজ টোয়েন্টিফোরের আয়োজন

ঈদে দেশের অন্যতম টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরে থাকছে জমজমাট অনুষ্ঠান। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে নিটল টাটা স্পেশাল বিজনেস আওয়ারে (দুপুর ১টা-২টা) ঈদের দিন থেকে চতুর্থ দিনে থাকছে আহসান খান চৌধুরী (প্রাণ-আর এফএল), ফজলুল হক (প্লামি ফ্যাশনস) এবং আবদুল মাতলুব আহমাদ (নিটল নিলয় গ্রুপ)। এন মোহাম্মদ প্লাস্টিক বিশেষ চট্টগ্রাম প্রতিদিনে (বিকাল ৩টা-৩.৩০মি.) ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত থাকছে পাহাড়ে হাট, জাহাজ সামগ্রীর হাট, এক বেলার সবজি বাজার, বউ বাজার এবং পান সুপারির হাট। জেসিএক্স বিশেষ তথ্যচিত্র : খোলাফায়ে রাশেদিনে (বিকাল ৩টা ৩০ মি. থেকে ৪টা) ঈদের দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত থাকছে হজরত আবু বকর ছিদ্দিক (রা.) হজরত ওমর (রা.) হজরত ওসমান (রা.) হজরত আলী (রা.) এবং ইমাম হাসান-হোসাইন (রা.)। বিশেষ নিউজ টোয়েন্টিফোর দেশ (সন্ধ্যা ৬টা-৬টা ৩০মি.)-এ পোষা-প্রাণীর হাট, ঘোড়ার হাট, শ্রমিকের হাট, নৌকার হাট ও ফলের হাট। ঈদ বিশেষ ইনসাইড পলিটিকস (রাত ৮টা-রাত ৯টা)-এ গণতন্ত্রের ৫০ বছর, ক্ষমতার উৎস এমপিগিরি, রাজনীতির সহযোগী শক্তি, রাজনীতির মেরুদন্ড টাকা এবং গদি মিডিয়া ও গণমাধ্যম। এদিকে পূবালী বাংক স্পেশাল বিজনেস এক্সপ্রেসে (রাত ৯টা-৯টা ৩০মি.) চার দিনব্যাপী রংপুরের শতরঞ্জি, চা শিল্প, আউটসোর্সিং, চামড়া শিল্প।

 

সর্বশেষ খবর