সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা
আলোচনায় সিনেমার গান

গানে নেই উৎসবের আমেজ

গানে নেই উৎসবের আমেজ

এক সময় মানুষ ঈদের জামা কেনার পাশাপাশি নতুন গানের ক্যাসেট-সিডি কেনার জন্য দোকানে লাইন ধরত। উৎসব এলেই জমে উঠত অডিও বাজার, নতুন নতুন গানগুলো বাজত শহর থেকে গ্রামে। তখন নাটক, সিনেমা, টিভি অনুষ্ঠানের পাশাপাশি শ্রোতারা খোঁজখবর রাখতেন গানের বাজারের। কিন্তু সেই আমেজ এখন ফেলে আসা অতীত। নতুন গান ঘিরে চিরচেনা সেই উন্মাদনা আর নেই।  বরাবরের মতো এবারের ঈদেও প্রকাশিত হয়েছে বেশকিছু নতুন গান। তবে দু-একটি সিনেমার গান ছাড়া তেমন করে আলোচনায় নেই অডিও-ভিডিও গান। উৎসবে গানের সার্বিক অবস্থা নিয়ে লিখেছেন - পান্থ আফজাল

উৎসব এলেই নতুন গান প্রকাশ করা অডিও প্রযোজকদের পুরনো রেওয়াজ ছিল। সেই রেওয়াজ এখন অতীত মাত্র। এখন দেশে অডিও ইন্ডাস্ট্রি বলতে আদতে কিছুই অবশিষ্ট নেই। অধিক মুনাফার আশায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঝুঁকেছে নাটকের গান কিংবা নিজেদের ইউটিউব চ্যানেল অথবা অন্যের চ্যানেলের ভিউ বাড়িয়ে ভাইরাল করার কাজে। তাই বাধ্য হয়েই প্রায় সিংহভাগ শিল্পী নিজ উদ্যোগে গান করছেন; নিজেদের ইউটিউব চ্যানেলের জন্য গান প্রস্তুত করে প্রকাশ করছেন স্বাধীনভাবে। এর মধ্যে দুই-একটা ভালো গান হচ্ছে। গত ঈদেও দেশীয় গানগুলো শ্রোতাদের হতাশ করেছে। নেপথ্যে ছিল গানের সংখ্যা কমে যাওয়া, প্রকাশিত মানহীন গান বেশি হওয়া, সস্তা মিউজিক ভিডিওসহ অনেককিছু। এবারও ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে জনপ্রিয় ও নতুন শিল্পীদের গাওয়া বেশকিছু গান। বিভিন্ন নাটকেও ছিল গান। তবে সেই গানগুলো তেমন করে নেই আলোচনার টেবিলে। এত গানের ভিড়ে দর্শক-শ্রোতা তাদের মন জুড়ানো কোনো প্লে লিস্ট খুঁজে পাননি। প্রকাশিত গানগুলো নিয়ে শ্রোতাদের উন্মাদনা ছিল না। তবে ঈদের আগে প্রকাশ হওয়া কোক-স্টুডিওর ‘মা লো মা’, ‘অবাক ভালোবাসা’ আর তুফান সিনেমার প্রীতম-অন্তরার ‘উড়াধুরা’ ছিল আলোচনার শীর্ষে। ঈদের পরও পাড়া-মহল্লা আর অলিগলিতে বাজে তুফান সিনেমার ‘উরাধুরা’ গান, সঙ্গে এ সিনেমার নতুন গান ‘দুষ্টু কোকিল’ উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেয়। তাই বলা যায়, এ মুহুর্তে চলছে কণা-আকাশের ‘দুষ্টু কোকিল’-এর ট্রেন্ড। এদিকে এ উৎসবে গান প্রকাশের তালিকায় আছেন-সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আসিফ আকবর, ইমরান, ন্যান্সি, কণা, অয়ন, আতিয়া আনিসা, হাবিব, হৃদয় খান, মিলা, সালমা, ফজলুর রহমান বাবু, খায়রুল ওয়াসী, শাফিন আহমেদ, পড়শী, মিলন, লিজা, কুশল, এফ এস নাঈম,  কাজী শুভ সহ অনেকেই। ঈদে ধ্রুব মিউজিক স্টেশন, জি সিরিজ, সিএমভি, গানচিল, সুরঞ্জলী, অনুপম মিউজিক, লায়নিক মিউজিক, লেজার ভিশনসহ আরও অনেক প্রতিষ্ঠান থেকে গান প্রকাশ করা হয়েছে। এসেছে পপতারকা মিলার নতুন গান ‘টোনাটুনি’। গান নিয়ে মিলা বলেন, ‘নতুন গানটি আমার দ্বিতীয় এবং শেষ আইটেম গান। আর এটাই শেষ আইটেম গার্ল হিসাবে পারফর্ম করা গান। বেশ সাড়া পাচ্ছি।’ অভিনেতা হিসেবে পরিচিতি পেলেও গানের জগতে পথচলা নতুন নয় এফ এস নাঈমের। ঈদ উপলক্ষে স্পটিফাইয়ে প্রকাশ পেয়েছে তার গান ‘মায়া’। তিনি বলেন, ‘ভালো গান সবসময়ই মানুষ শোনে। শুধু উৎসবেই শুনবে, আলোচনা হবে-তা নয়। গান মনের মতো হলো স্থায়ী হবে।’ এদিকে নিজের সুরে ফাহমিদা নবী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন নতুন গান ‘সেদিনও মুখর ছিল শব্দহীন কথারা, শুধু তোমাতে-আমাতে কখনো তুখোড় ঝড় হয়ে, কখনো শ্রাবণধারা’। আর সামিনা চৌধুরী-বাপ্পা মজুমদার দ্বৈতকণ্ঠের গান নিয়ে এসেছেন। শাফিন আহমেদের নতুন গান ‘অন্ধ আবেগ’। এ ঈদে একাধিক গান করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এ শিল্পী বলেন, ‘গান শ্রোতারা শুনছেন সেটা শুধুই যে ঈদে তা কিন্তু নয়। উৎসব ছাড়াও আমরা প্রতিনিয়ত গান করছি।’ ঈদে সৈকত নাসিরের একটি মিউজিক্যাল ফিল্মে দেখা যায় আসিফ আকবরকে। ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ডনের ভূমিকায় অভিনয় করেছেন আসিফ। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘আমরা যারা নিয়মিত গান করছি প্রত্যেকের একটা আলাদা ভক্তশ্রেণি আছে। যখনই যে গান আসছে ভক্ত-শ্রোতারা ঠিকই তা খুঁজে নিয়ে শুনছেন।’ প্রথমবার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘ভাবিনি কখনো’ গান করেছেন অন্তরা কথা। কণা-অয়ন চাকলাদারের প্রকাশিত গান ‘জনম জনম’। অন্যদিকে অয়ন-আতিয়া আনিসার কণ্ঠে প্রকাশ হয় ‘তোমার ইচ্ছে আমার ইচ্ছে’। ঈদে ফজলুর রহমান বাবুর নতুন গান ‘প্রেমবতী’ প্রকাশ হয়। খায়রুল ওয়াসীর কণ্ঠে প্রকাশ হয় ‘প্রেমের পাগল’ গান। তারেক আনন্দের কথায় এটি সুর করেছেন খায়রুল ওয়াসী নিজেই। সুদীপ কুমার দীপের কথায় পড়শীর নতুন গান ‘এই দুটি চোখে’। ঈদ উপলক্ষে প্রকাশ হয় সানিয়া সুলতানা লিজার গান ‘পূর্ণিমা চাঁদ’। সুর করেছেন নকিব খান। শোয়েব আহমেদের লেখা এ গানের সংগীত আয়োজন করেছেন ফুয়াদ নাসের বাবু। ‘তোমাতেই পূর্ণ আমি’ শিরোনামের দ্বৈতকণ্ঠের গান করেছেন আতিয়া আনিসা ও কুশল মন্ডল। রবিউল ইসলাম জীবনের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন সাজিদ সরকার। একক এ গান ছাড়া ঈদ উপলক্ষে নির্মিত কয়েকটি নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন আতিয়া। ‘পাথর হয়ে গেছে মন’ ও ‘ক্ষত’ শিরোনামের একক গান প্রকাশ করেছেন কাজী শুভ। কাজী শুভর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে গানটি। প্রখ্যাত বাউল আবুল সরকারের ‘তুমি যাইয়ো না বন্ধু রে’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ঐশী। তিনি বলেন, ‘ফোক গানের প্রতি আমার সব সময় ভালো লাগা থাকে, গাইতেও উপভোগ করি। আবুল সরকারের গানটি করতে পেরে দারুণ লেগেছে। এ ধরনের গানগুলো শ্রোতাদের কানে যদি আবার জেগে ওঠে, আমাদের বাংলা গানের ঐশ্বর্যটাই সবার সামনে আবার প্রতিষ্ঠিত হয়। ঈদ উপলক্ষে গানটি করেছি, প্রকাশের পর থেকে বেশ সাড়া পাচ্ছি। আমরা তো কেবল পরিচিত কিছু নাম নিয়েই কাজ করি, এ ধরনের আবুল সরকারের মতো এমন যারা গুণী সাধক আছেন তাদের নামগুলো উচ্চারিত হলে আমাদের বাংলা গানের ভান্ডার সমৃদ্ধ হবে।’ ঈদের গানের আলোচনা প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘গান নিয়ে এত মাতামাতি আসলে কখনোই হয় না। আমরা যারা যে ধরনের গান করি, তা নিয়ে খুব আলোচনা হওয়ার কথা নয়। গান হচ্ছে শ্রবণের বিষয়। যারা গান বোঝেন তারা চুপ করে মন দিয়ে গানটি শোনেন। সব গান তো আর সবার জন্য নয়। দেখবেন, এমন কিছু গান ভাইরাল বা আলোচনায় আসে, যা নিয়ে কথা বলার মতো কিছু থাকে না। ঈদে শিল্পীরা তাদের ভক্ত-শ্রোতাদের জন্য গান প্রকাশ করেন। তারা তো সেই গান শুনছেন। চ্যানেলের ভিউর দিকে লক্ষ করলেই সেটা বোঝা যায়।’

সর্বশেষ খবর