সোমবার, ২৪ জুন, ২০২৪ ০০:০০ টা

নাবিলার তৃপ্তি

শোবিজ প্রতিবেদক

নাবিলার তৃপ্তি

ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফি পরিচালিত ‘তুফান’ সিনেমাটিতে অভিনয় করেছেন নাবিলা। আয়নাবাজির পর দীর্ঘ বিরতি শেষে অভিনয় করেন এ অভিনেত্রী। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সিনেমাটিতে যুক্ত হওয়ার পাশাপাশি কাজের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন নাবিলা। জানান, ‘তুফান’ সিনেমা মুক্তির দিন থেকেই হলে যাচ্ছেন তিনি। সেখান থেকে তুফান দেখতে আসা দর্শকদের সাড়া পেয়ে বেশ আপ্লুতও এ অভিনেত্রী। অভিনেত্রীর কথায়- ‘দর্শকদের রেসপন্স দেখে আমি তো অবাক। মাল্টিপ্লেক্সের বাইরে সিঙ্গেল স্ক্রিনে দেখলাম দর্শকরা মিছিল নিয়ে তুফান দেখতে আসছে। সিনেমাটিতে যখন কাজ শুরু করি তখনই ভেবেছিলাম দর্শকদের রেসপন্স দারুণ হবে। তবে সেটা এ পরিমাণে হবে তা ভাবনায় ছিল না।’  তবে তুফান নিয়ে উন্মাদনার পেছনে দর্শক আগ্রহের পাশাপাশি সামাজিকমাধ্যমেরও অবদান আছে বলে মনে করেন নাবিলা।

 

সর্বশেষ খবর