শিরোনাম
মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪ ০০:০০ টা
সংগীত জীবনের ৬০ বছর পালন

চাওয়ার কিছু নেই, গানে গানে আরও কিছু দিয়ে যেতে চাই : রুনা লায়লা

আলাউদ্দীন মাজিদ

চাওয়ার কিছু নেই, গানে গানে আরও কিছু দিয়ে যেতে চাই : রুনা লায়লা

কেক কেটে সংগীত জীবনের ৬০ বছর উদযাপন করেন রুনা লায়লা

মঞ্চে উপবিষ্ট উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। গতকাল এ শিল্পীর সংগীত জীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষে চ্যানেল আই আয়োজন করে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাঁর স্বামী বিশিষ্ট অভিনেতা আলমগীর। কাকতালীয়ভাবে এ দিনটিতে চলচ্চিত্রের ক্যামেরার সামনে প্রথম দাঁড়িয়েছিলেন আলমগীর। তাই মঞ্চে তাঁকেও আহ্বান জানানো হলো। মঞ্চে ওঠার পর রুনা লায়লার কাছে উপস্থাপিকা জানতে চাইলেন তাঁর স্বামী আলমগীর দিনটি উপলক্ষে তাঁকে কোনো উপহার দিয়েছেন কিনা। জবাবে রুনা লায়লা অনেকটা অভিমানী কণ্ঠে বললেন- না, ও আমাকে কোনো গিফট দেয়নি। আলমগীর তখন বলে উঠলেন আমি ওকে ভালোবাসা দিয়েছি। রুনা লায়লা আবারও অভিমানী হয়ে বললেন না ভালোবাসা দিয়ে কিছু হবে না। আমি গিফট চাই। এরপর আলমগীরকে উপস্থাপিকা বললেন তাহলে ওনার জন্য উপহার হিসেবে একটি গান গেয়ে শোনান, আলমগীর বলেন, না আমি প্রস্তুতি নিয়ে আসিনি, গাইতে পারব না। উপস্থাপিকা তখন রুনা লায়লাকে বললেন তাহলে আপনি ওনার জন্য একটি গান করুন। জবাবে রুনা লায়লা বললেন, না ও আমাকে গিফট দেয়নি, আমি গাইব না, উপস্থিতিদের মধ্যে তখন হাসির রোল পড়ে যায়, হাসতে হাসতে মঞ্চ ত্যাগ করেন আলমগীর। অনুষ্ঠানে রুনা লায়লা বলেন, ‘এখনো গান করি। এখনো শিখছি, গান শেখার কোনো শেষ  নেই। আরও শিখতে চাই। এ বয়সে এসে আমার উপলব্ধি হচ্ছে- আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন। চাওয়ার কিছু নেই, শুধু গানে গানে আরও দিয়ে যেতে চাই।’ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার রুনা লায়লা ১৯৬৪ সালে মাত্র ১২ বছর বয়সে উর্দু সিনেমা ‘জুগনু’তে প্লেব্যাকের মাধ্যমে সংগীতজীবন শুরু করেন। তিনি ১৮টি ভাষায় গান করেছেন। বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। রুনা লায়লা বলেন, ‘সত্যি বলছি, আমার কাছে অবাক লাগে, ৬০ বছর ধরে, এত দীর্ঘ সময় ধরে গান করে আসছি। এখনো করছি। সামনে আরও গাইব। এ জন্য মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি। মানুষের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সব  পেয়েছি গান করে। এখনো গেয়ে যাচ্ছি।’ এ জন্য আমি লাকি। গতকাল দুপুরে চ্যানেল আইতে অনন্যা রুমার প্রযোজনায় রুনা লায়লাকে নিয়ে সরাসরি বিশেষ অনুষ্ঠান প্রচারিত হয়েছে। এতে রুনা লায়লার হাতে সম্মাননা তুলে দেন ও উত্তরীয় পরিয়ে দেন চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ। রুনা লায়লা বলেন, ‘চ্যানেল আই আজ ৬০ বছরের সংগীত জীবনকে স্মরণীয় করে রাখতে একটি আয়োজন করেছে। তাদের প্রতি আমার ভালোবাসা। ছয় দশকের সংগীত ক্যারিয়ারে অনেক শ্রোতা পেয়েছি, দর্শক পেয়েছি। দেশে এবং বিদেশে মানুষের ভালোবাসা পেয়েছি। এত এত  মেসেজ পাচ্ছি, ভক্তিসহ এতসব কথা মানুষ লিখছেন, মনটা ছুঁয়ে যাচ্ছে। আমি ইমোশনাল হয়ে পড়ছি। কতটা ইমোশনাল হয়ে পড়ছি তা বলে বোঝানো যাবে না। বারবার তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা স্বীকার করছি। সারাজীবন তাদের কথা মনে পড়বে। কেননা, এত লম্বা সময় ধরে তারা আমার পাশে ছিলেন, আমার প্রতি বিশ্বাস ও ভালোবাসা রেখেছেন। আমি চিরঋণী তাদের কাছে।’ রুনা লায়লা বলেন, ‘সংগীত জীবনে এত পেয়েছি, এত পাচ্ছি, কোনোরকম অপূর্ণতা নেই। অসংখ্য মানুষ আমার জন্য দোয়া করেছেন। এখনো করছেন। এ ভালোবাসার ঋণ  কোনোদিনও শোধ করা সম্ভব নয়।’ জীবনটাকে সারা জীবন ইতিবাচকভাবে দেখে এসেছি। এ সময়ে এসেও ভাবি, নতুন কী করা যায়? নতুন গান করার চেষ্টা করি। নতুন সুর করার চেষ্টা করি। নতুনদের সঙ্গেও কাজ করি। নতুনরা আরও এগিয়ে যাক। নতুনদের জন্য ভালোবাসা রইল।

সর্বশেষ খবর