বুধবার, ২৬ জুন, ২০২৪ ০০:০০ টা

রজনীকান্ত-সালমান জুটি!

শোবিজ ডেস্ক

রজনীকান্ত-সালমান জুটি!

তামিল নির্মাতা অ্যাটলি বলিউডের শীর্ষ দুই অভিনেতা সালমান খান ও রজনীকান্তকে পর্দায় আনার পরিকল্পনা করছেন। সান পিকচার্স প্রযোজিত মেগা বাজেটের অ্যাকশন সিনেমাতে সালমান খান ও অ্যাটলির যৌথ উদ্যোগ নিয়ে কয়েক দিন ধরেই গুঞ্জন চলছে। ভারতীয় সংবাদ মাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, এ সিনেমাতে সালমানের সঙ্গে একজন দক্ষিণী সুপার স্টারকে পর্দায় আনতে চাচ্ছেন অ্যাটলি। এ বিষয়ে সালমান খান এবং অ্যাটলি গত এক বছর ধরে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সম্ভাব্য সিনেমা নিয়ে তারা ইতোমধ্যে অনেক আলোচনা করেছেন। তাদের আলোচনা সঠিক দিকে এগিয়ে চলেছে, কারণ সালমান খান সিনেমাটি করতে রাজি হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে সূত্রের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, আগামী মাসে অ্যাটলি, রজনীকান্ত ও সালমান খানের বৈঠক হবে। সান পিকচার্সের সঙ্গে সুপার স্টার রজনীকান্তের পারিবারিক সম্পর্ক আছে। অন্যদিকে অ্যাটলি গত দুই বছর ধরে সালমান খানের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি রজনীকান্ত ও সালমান খানকে পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। সিনেমাটি ২০২৫ সালের প্রথমদিকে ফ্লোরে যাওয়ার কথা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর