শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

বিড়ম্বনায় জাহ্নবী

শোবিজ ডেস্ক

বিড়ম্বনায় জাহ্নবী

প্যারিসের একটি ফ্যাশন শোয়ে শো-স্টপার ছিলেন জাহ্নবী কাপুর। সেখান থেকে অর্জুন কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত হতে তড়িঘড়ি করে মুম্বাই ফিরেছেন। আর মুম্বাই বিমানবন্দরে পা রাখতেই জটিলতার সূত্রপাত। বিমানবন্দরে অনুরাগীদের ভিড়ে আটকে পড়লেন তিনি। জাহ্নবীকে দেখেই এক অনুরাগী এগিয়ে আসেন ছবি তুলবেন বলে। তারপরেই অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার জন্য এক এক করে মানুষ জড়ো হতে থাকেন। প্রথমটায় হাসিমুখে ছবি তুললেও পরে অস্বস্তিতে পড়েন অভিনেত্রী। কোনোরকমে ভিড় থেকে বেরিয়ে এগিয়ে যান নিজের গাড়ির দিকে। আর এ গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে নেটাগরিকেরাও জাহ্নবীর সমর্থনে কথা বলেন। তারকা হলেও ব্যক্তিগত পরিসরে এভাবে প্রবেশ করা উচিত নয় বলে দাবি করেন অভিনেত্রীর শুভাকাক্সক্ষীরা। একজন মন্তব্য করেন- অভিনেত্রী হলেও তিনি তো মানুষ। ওকে ছাড়ুন। দেখাই যাচ্ছে, উনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। আরও একজন অনুরাগী মন্তব্য করেন- জাহ্নবী যথেষ্ট বিনয়ী। তারকা বলে এইভাবে বিরক্ত করাও উচিত নয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর