শিরোনাম
শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

শিশুতোষ ধারাবাহিক ‘এলিয়েন’

শোবিজ প্রতিবেদক

শিশুতোষ ধারাবাহিক ‘এলিয়েন’

মফস্বল শহরের শিশুরা একসঙ্গে খেলা আর গোয়েন্দাগিরি করে। এ দলের প্রধান হলো- ফেলুদা অবাক, সঙ্গে আছে তোপসেও। অবাক ও তার গোয়েন্দা দল আবিষ্কার করে যে, একজন অদ্ভুত লোক এ পাড়ায় নতুন এসেছেন। একদিন তারা জানতে পারে অদ্ভুত লোকের ঘরে আছে এক এলিয়েন। শুরু হয় গোয়েন্দা দলের অভিযান। এমন ধরনের অভিযান নিয়ে লিখেছেন পান্থ শাহরিয়ার। আর পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রগ্রাহক নিয়াজ মাহবুব। এতে অভিনয়ে আব্বান আরাফাত আদ্রিয়ান, অরন্য বিশ্বাস, শায়ান মাহবুব, তাসনিম নওশীন, মুনিয়া, বিরল পাল অর্নিল, অনন্ত হিরা, হারুনুর রশীদ, আহাম্মেদ গিয়াস, খালিদ হাসান রুমি, আসমা পাঠান রূম্পা, দিলরুবা দোয়েল, রেবেকা দিপা, মোহাম্মদ রফিক প্রমুখ। এটি প্রতিদিন রাত ৮টায় দুরন্ত টেলিভিশনে প্রচারিত হয়।

সর্বশেষ খবর