শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

ট্রলের মুখে ঋতুপর্ণা

শোবিজ ডেস্ক

ট্রলের মুখে ঋতুপর্ণা

বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তার ও প্রসেনজিতের ৫০তম জুটির ছবি ‘অযোগ্য’র মুক্তির আগেই রেশন দুর্নীতিকান্ডে দুবার ইডির তলবের মুখে পড়েছেন। এরপর নিজের জন্য কিছুটা অবসর সময় বের করেই ঘুরতে চলে গেছেন টলিউডের জনপ্রিয় এ অভিনেত্রী। সেখানে গিয়েই বেশকিছু ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। অভিনেত্রী ঠিক কোথায় গেছেন সেটা জানা না গেলেও ঋতুর ছবির ক্যাপশন দেখে বোঝা গেছে তিনি কোনো দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। সাদা নেটের টপ পরেছেন। চোখে সানগ্লাস, মুখে মেকআপের লেশটুকু নেই। চেনা সেই খোলা চুলে ঋতুপর্ণা বেশকিছু সেলফি নিয়েছেন। যে সেলফি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রীর চেহারায় সান ট্যান পরেছে। একদমই প্রকৃতির কোলে নিজেকে হারানোর জন্য শহর ছেড়ে চলে এসেছেন কোনো নির্জন দ্বীপে। মেকআপ ছাড়া ঋতুপর্ণা ছবি দিতেই ট্রলের মুখে পড়েছেন। অনেকেই তার ছবির নিচে কমেন্টে লিখেছেন- ‘মেকআপ ছাড়া জঘন্য লাগছে।’ আবার অনেকে লিখেছেন- ‘কী বিচ্ছিরি দেখতে লাগছে।’ কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর