শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

কেন জন্মদিনে ঢাকায় পরমব্রত!

শোবিজ প্রতিবেদক

কেন জন্মদিনে ঢাকায় পরমব্রত!

গতকাল বিয়ের পরে প্রথম জন্মদিন ছিল জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের। তবে কলকাতা ছেড়ে এ দিনে ঢাকায় তিনি। কারণ গতকাল ছিল তার অভিনীত ‘আজব কারখানা’র সংবাদ সম্মেলন। ১২ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৈয়দা নিগার বানু রচিত এবং শবনম ফেরদৌসী পরিচালিত ২০১৬-১৭ সালে বাংলাদেশ সরকারের অনুদান পাওয়া চলচ্চিত্র ‘আজব কারখানা’। সিনেমাটির প্রযোজক সামিয়া জামান। এর আগে ২০২২ সালে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় ‘আজব কারখানা’। ছবিটিতে আরও রয়েছেন শাবনাজ সাদিয়া ইমি, দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, দিলু বয়াতি, মাইমুনা মমো প্রমুখ।

সর্বশেষ খবর