শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

নাট্যনির্মাতা মনির হোসেন জীবন আর নেই

শোবিজ প্রতিবেদক

নাট্যনির্মাতা মনির হোসেন জীবন আর নেই

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আজ রবিবার’ নাটকের নির্মাতা মনির হোসেন জীবন আর নেই। বুধবার দিবাগত রাত দেড়টায় আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, ব্রেইন স্ট্রোক করেছিলেন তিনি। পরে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ১৯৯০ সালে চাচা বদিউল আলম খোকনের হাত ধরে বাংলাদেশ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। বিটিভির প্রথম প্যাকেজ ধারাবাহিক মামুনুর রশীদের ‘শিল্পী’ এবং

হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’-এর প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেন তিনি। এরপর অসংখ্য একক, ধারাবাহিক ও টেলিফিল্ম নির্মাণ করেন।

সর্বশেষ খবর