শুক্রবার, ২৮ জুন, ২০২৪ ০০:০০ টা

জুলাইতে বিয়ে সোহিনীর

শোবিজ ডেস্ক

অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে সংগীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়ের প্রেম-বিয়ের গুঞ্জন বেড়েই চলেছে। সম্পর্কের প্রথম দিন থেকেই তারা খবরে। শুরুতে শোভন অবশ্য অস্বীকার করেছেন। সোহিনীর মুখে কুলুপ। পরে নানা ছবিতে তাদের ফ্রেম ভাগাভাগি দেখে ভক্তরা খানিক নিশ্চিত, বিয়ে না হলেও প্রেমেই আছেন তারা। প্রণয় যে ক্রমশ পরিণয়ের দিকে গড়াচ্ছে, সেই আভাসও মিলছিল। মঙ্গলবারের খবর, সব ঠিক থাকলে নাকি ১৫ জুলাই আইনি বিয়ে সারতে পারেন তারা। যদিও দুজনের একজনও সেটি প্রকাশ করছেন না এখনো। বরং ব্যস্ত শপিংয়ে। নায়িকা অলঙ্কার বিপণি থেকে সোনার গয়না কিনেছেন এরমধ্যে। আর বিয়ের পর একসঙ্গে থাকবেন বলে তারা নতুন ফ্ল্যাটও কিনেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর