শনিবার, ২৯ জুন, ২০২৪ ০০:০০ টা

বিপাকে তারিন

শোবিজ প্রতিবেদক

বিপাকে তারিন

অভিনেত্রী তারিন বলেন, বেশ কিছুদিন ধরে দেখছি সুদীপা চট্টোপাধ্যায়ের গোমাংস বিতর্ক নিয়ে উত্তপ্ত ওপার বাংলা। সমাজমাধ্যমে আক্রমণ করা হয়েছে আমাকেও। এপার বাংলা, ওপার বাংলার রান্নার অনুষ্ঠান ‘রাঁধুনী এপার ওপারের রান্না’র কোন পর্বে, কী পদ রান্না হবে তার চিত্রনাট্যে আগে থেকেই ঠিক করা হয়ে যায়। এ রান্নার অনুষ্ঠানকে ঘিরে যত বিতর্ক। আর আমি এ বিতর্কে না চাইতে জড়িয়ে পড়লাম। ঈদের সময় দর্শকের কথা মাথায় রেখে গোমাংসের একটি পদ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা দর্শকদের জন্য ওই রান্না দেখিয়েছিলাম। আমি কিন্তু ওই অনুষ্ঠানে সুদীপাদিকে গোমাংস খেতে বলেছি বা আমি গোমাংস খাওয়াব বলেছি এমন নয়। আমরা খাওয়া তো দূর, ছুঁয়েও দেখিনি। ওই অনুষ্ঠানের ভিডিও যে কেউ দেখতে পারেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সুদীপাদি যখন আমাকে জিজ্ঞেস করছেন, ‘তুমি আজ আমাকে কী রান্না করে খাওয়াবে?’ আমি কিন্তু একবারও বলিনি আমি তোমাকে গোমাংসের পদ রান্না করে খাওয়াব। আমি বলেছি ঈদ উপলক্ষে দর্শকের জন্য এই পদের রন্ধনপ্রণালি দেখাব। বকরি ঈদে আমরা গোমাংসের পদ রান্না করি। কিন্তু একজন অতিথিকে ঈদের সময় তো বলতে পারব না, আমি তোমাকে খাওয়াব না, তাই ‘খাওয়াব না’ কথাটা বলিনি, আবার ‘গোমাংস খাওয়াব’ও বলিনি। তা-ও আমাকে ভুল বোঝা হলো। সমাজমাধ্যমে লেখা হলো, মানসী সিংহের ছবিতে অভিনয়ের জন্য যখন আমি কলকাতায় যাব, তখন আমাকে শুয়োরের মাংস খাওয়ানো হবে। যে বা যারা বলেছে, তারা তো নিজের দেশকে আরও ছোট করেছে। আমাদের এখানে কেউ এ কথা বলেনি। অনুষ্ঠান তো দর্শকের জন্যই, আমার আর সুদীপাদির অনুষ্ঠান তো নয়। দুই দেশের মানুষ, দুই দেশের খাবার, রন্ধনপ্রণালি দেখানোর জন্য এ অনুষ্ঠানের আয়োজন। তাতে যেন চিড় না ধরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর