রবিবার, ৩০ জুন, ২০২৪ ০০:০০ টা
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩

চলচ্চিত্র আহ্বান

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র আহ্বান

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জন্য প্রযোজকদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করেছে তথ্য মন্ত্রণালয়। ১২ শর্তে ২৮টি বিভাগে আবেদনপত্র আগামী ৩১ জুলাই বিকাল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে। এটি প্রকাশিত হয়েছে ২১ জুন। মোট ২৮টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রযোজকদের নির্ধারিত ছকে আবেদন করতে হবে। প্রত্যেক আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট চলচ্চিত্রের যথাযথ মানসম্পন্ন পেনড্রাইভ জমা দিতে হবে। কোনো পেনড্রাইভ মানসম্মত না হলে তা বিবেচনা না করার ক্ষমতা জুরি বোর্ড সংরক্ষণ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর