সোমবার, ১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্যাংককে দেবদাস, হিমু, কপিলা

শোবিজ প্রতিবেদক

ব্যাংককে দেবদাস, হিমু, কপিলা

জোভান, তৌসিফ, মিশু সাব্বির, কেয়া পায়েল, সামিরা খান মাহি, টয়া, রোদসী, চাষী আলম, সাজু খাদেম, শতাব্দী ওয়াদুদ, তানিয়া আহমেদ, মাহা, মুসাফির সৈয়দ বাচ্চু, মুকিত জাকারিয়া, আজাদ আবুল কালামসহ একঝাঁক তারকা নিয়ে ব্যাংককের পাতায়াতে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। রাজিবুল ইসলাম রাজিবের রচনায় এটি পরিচালনা করেছেন যৌথভাবে আবু হায়াত মাহমুদ ও সাইদুর রহমান রাসেল। এর গল্পের ধরন প্রসঙ্গে নির্মাতাদ্বয় জানান, পাতায়ার রাস্তা দিয়ে দৌড়ে আসছে প্রাগৈতিহাসিক উপন্যাসের চরিত্র ভিখু। এদিকে নবাব সিরাজউদ্দৌলা তার দরবার খুঁজে পাচ্ছেন না। গোপাল ভাড়ের হয়েছে আরেক জ্বালা। রাজা কৃষ্ণচন্দ্র জরুরি খবর পাঠিয়েছেন, পাতায়ার রাস্তা ধরে হাঁটছেন কিন্তু গোপালের হাঁটা শেষ হচ্ছে না। ওদিকে দেবদাস বেশ খুশি, চারদিকে এত বার; সুরা পানের আর সমস্যা নেই। কুবের আর কপিলা সমুদ্রের পাড়ে বসে কথা বলছে। আজ থেকে মাছরাঙা টেলিভিশনে প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।

সর্বশেষ খবর