বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

যুক্তরাষ্ট্র ও ঢাকায় ‘ডেসপিকেবল মি’

শোবিজ প্রতিবেদক

অ্যানিমেটেড কমেডি ছবি ‘ডেসপিকেবল মি’ সারা বিশ্বের দর্শকের কাছে দারুণ প্রিয়। ২০১০ সালে সিরিজের প্রথম ছবি মুক্তি পায়। ২০১৩ সালে দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি মুক্তি পায় ২০১৭ সালে। সব ছবিই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করে। ভক্তদের জন্য সুখবর হলো- পর্দায় এসেছে এ সিরিজের চতুর্থ ছবি ‘ডেসপিকেবল মি ফোর’। ৩ জুলাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে ছবিটি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পায় ছবিটি। নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনায় ছবিটি পরিচালনা করেছেন ক্রিস রেনড। গ্রু-এর কণ্ঠ দিয়েছেন স্টিভ ক্যারেল। এছাড়াও বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ক্রিস্টেন উইগ, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগান, ক্রিস রিনাউড, ডানা গাইয়ের ও পিয়েরে কফিন। ছবিটি দেখার জন্য যেন তর সইছে না ভক্তদের। এ উন্মাদনা আরও বেশি বাড়িয়ে দিয়েছে ছবির ট্রেলার। মুক্তির দ্বিতীয় দিনেই ইউনিভার্সেল পিকচার্সের ইউটিউব চ্যানেলে ট্রেলারটি দেড় মিলিয়নের মতো দর্শক দেখে ফেলেছে। আগের ছবিতে দেখা গিয়েছিল ভিলেনগিরি ছেড়ে দিয়ে তিনজন পালক মেয়ে এবং স্ত্রীর সঙ্গে সুখে দিন কাটাচ্ছে গ্রু। অ্যান্টি ভিলেন লিগে একটি চাকরিও জুটিয়ে নিয়েছে সে। স্বামী-স্ত্রী একসঙ্গে মিলে অন্য ক্ষতিকর ভিলেনদের প্রতিরোধ করার মিশনে নামে মাঝে মাঝে। স্বামী গ্রু এবং স্ত্রী লুসির একত্রিত কোড নাম দেওয়া যায় গ্রুসি। এখানে ব্র্যাট নামে নতুন এক সুপার ভিলেনের আগমন ঘটে।

সর্বশেষ খবর