শুক্রবার, ৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

‘বউদের পাঠশালা’ নিয়ে আশীষ খন্দকার

শোবিজ প্রতিবেদক

অভিনেতা আশীষ খন্দকার নাট্য পরিচালক হিসেবেও সফল। মঞ্চ থেকে উঠে আসা খ্যাতিমান এ শিল্পী মঞ্চনাটক নির্দেশনা দিয়ে আসছেন অনেকদিন ধরে। দীর্ঘ বিরতির পর আবারও ঢাকার মঞ্চে নাটক নির্দেশনা দিচ্ছেন তিনি। তার নির্দেশনায় আগামী ১১ জুলাই, সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়ের লেখা ক্লাসিক্যাল কমেডি দ্য স্কুল ফর ওয়াইভস (বউদের পাঠশালা) ২২ তম শো মঞ্চস্থ হবে। মাইলস ম্যালসনের ইংরেজি অনুবাদ থেকে বাংলা রূপান্তর করেছেন আশীষ খন্দকার। নির্দেশক বলেন, ‘নাটকটির মধ্যে অনেক টুইস্ট রয়েছে। দর্শকদের কাছে উপভোগ্য হবে।’ বিভিন্ন চরিত্রে অভিনয়ে মোহাম্মদ আমিন, তোতো তিমথীয়, আবুল ফজল, পারভেজ রানা, কিংশুক খান, পলাশ, অর্চি ও সংগীত বাড়ৈ। শিল্প নির্দেশনায় সংগীত বাড়ৈ।

সর্বশেষ খবর