বুধবার, ১০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সরব সোহেল রানা

শোবিজ প্রতিবেদক

সরব সোহেল রানা

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছেন সারা দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সেই দলে এবার যোগ দিলেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা। সোমবার ফেসবুকে একটি পোস্ট দিয়ে এই নায়ক জানিয়ে দিয়েছেন, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি কোটা পদ্ধতির পক্ষে নন, মেধার পক্ষে। তাই কোটা পদ্ধতি বাতিলের পক্ষেই মতামত দিয়েছেন এক সময়ের অ্যাকশন হিরো সোহেল রানা। অভিনেতা লিখেছেন, ‘মুক্তিযোদ্ধাদের নাম বারবার বলা হচ্ছে কেন, দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর। তার সঙ্গে যদি আরও ১২ বছর যোগ করা হয় তাহলে তার বয়স হয় ৬৫। এ বয়সে তো নিশ্চয়ই কেউ চাকরির জন্য চেষ্টা করেন না বা স্কুল-কলেজে ভর্তি হন না। তাদের সন্তানদের বাবার কারণের জন্য কোটা সিস্টেমে চাকরি এবং ভর্তি হতে হবে, এটা মুক্তিযোদ্ধাদের অপমান করার শামিল।’ সোহেল রানা আরও লিখেছেন, ‘নিজ ম্যারিটের গুণে তারা (মুক্তিযোদ্ধার সন্তানরা) ভর্তি হবে, পরীক্ষা দেবে এবং চাকরিতেও ইন্টারভিউ দেবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর