রবিবার, ১৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অনন্ত আম্বানি রাধিকার বিয়েতে তারার মেলা

ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুক্রবার সন্ধ্যায় বসেছিল অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের অনুষ্ঠান। তিন দিন চলবে বিয়ের উৎসব। গতকাল হয় শুভ আশীর্বাদ। আজ হবে রিসিপশন। প্রায় ৫ হাজার কোটি রুপি খরচ হচ্ছে এ আয়োজনে। লালগালিচায় শুক্রবার সন্ধ্যা থেকেই পা ফেলছেন হলিউড-বলিউডের সব রথী-মহারথী। এ নিয়ে লিখেছেন- আলাউদ্দীন মাজিদ

অনন্ত আম্বানি রাধিকার বিয়েতে তারার মেলা

মুম্বাইয়ে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়েতে বসে তারার মেলা। জমকালো আয়োজনে একে একে আসতে থাকেন বলিউড-হলিউডের তরকারা। তাদের আগমনে বিয়ের অনুষ্ঠান ঝলমলিয়ে বর্ণিল হয়ে ওঠে। স্ত্রী গৌরী খানকে নিয়ে আসেন শাহরুখ খান। শাহরুখকন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ানকেও দেখা যায়। পেস্তা রঙের শেরওয়ানিতে বাদশাহি লুকে দেখা গেছে কিং খানকে। এরপর বোন অর্পিতাকে নিয়ে হাজির হন সালমান খান। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও সবার নজর কাড়েন। ক্যাটরিনার পরনেছিল লাল শাড়ি, ভিকির পরনে শেরওয়ানি। এসেছেন দক্ষিণী ছবির তারকা রজনীকান্ত। সাইফ আলী খান ও কারিনা কাপুরকে দেখা না গেলেও সাইফপুত্র ইব্রাহিম ও কন্যা সারা আলী খানকে দেখা গেছে বিয়েতে। এসেছেন তারকা রেসলার ও হলিউড অভিনেতা জন সিনা। পাঞ্জাবের শিখদের মতো পাগড়ি পরেন তিনি। আসেন হলিউড তারকা কিম কার্দাশিয়ানও। স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে বার্বি সাজে বিয়েতে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। বিয়েতে নাচতে মার্কিন মুলুক থেকে উড়ে আসেন হলিউড অভিনেতা ও বিশ্বসেরা কুস্তিগির জন সিনা। ভারতের ঐতিহ্যবাহী পাগড়ি পরে সিং-পাঞ্জাব লুকে ধরা দেন এই তারকা। দুই সন্তান অভিষেক-শ্বেতা ও মেয়ের ঘরের নাতি-নাতনি নব্যা নভেলি নন্দা, অগস্ত্যা নন্দার সঙ্গে লাল গালিচায় জয়া-অমিতাভ পোজ দিলেও সেই ফ্রেমে অনুপস্থিত ঐশ্বর্য ও আরাধ্যা। কিছুক্ষণ বাদেই আম্বানিদের প্রবেশদ্বারেঐশ্বর্যকে দেখা গেল মেয়ে আরাধ্যার সঙ্গে। অভিনেত্রীর পরনে লাল সালোয়ার। আর বচ্চনদের ছোট নাতনিকে দেখা গেল সবুজাভ শারারা পোশাকে। ঐশ্বর্যকে দেখেই জড়িয়ে ধরলেন রেখা। স্নেহের চুম্বনও দিতে দেখা গেল তাঁকে। শাহরুখের নয়নমণি সুহানা খান এলেন পুরনো শাড়ি পরে। ২০২৩ সালের দিওয়ালি পার্টিতে ঠিক যে সিক্যুইনশাড়িটি তিনি পরেছিলেন। মনীশ মালহোত্রার ডিজাইন করা ঠিক সেই পোশাক পরেই অনুষ্ঠানে এলেন সুহানা খান। তবে শাড়িটা পুরনো পরলেও স্টাইলিং অন্যরকমভাবে করেছেন সুহানা। আইভরি রঙের সিক্যুইন শাড়ির সঙ্গে কুন্দনের চোকার নেকলেস, কানে হালকা দুল আর হাতে পোটলি ব্যাগ নিয়েছেন তিনি। দীপিকা পাডুকোনের লাল আনারকলিতে যেন ঠিকরে পড়েছে প্রেগন্যান্সি গ্লো। সাত মাসের অন্তঃসত্ত্বা দীপিকার উপস্থিতি সবার নজর কেড়েছে। উজ্জ্বল লাল বর্ণের শাড়িতে নজর কেড়েছেন ভিকি ঘরনি ক্যাটরিনা কাইফ। হলুদ রঙের লেহেঙ্গায় অপরূপা ছিলেন দেশিগার্ল প্রিয়াঙ্কা চোপড়া। একসঙ্গে এলেন শিখর-জাহ্নবী। স্ত্রী পত্রলেখাকে সঙ্গে নিয়ে আসেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এসেছেন অর্জুন কাপুর। এসেছেন চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে, পোশাকে নজর কেড়েছেন তিনি। জুটিবদ্ধ হয়ে এলেন রণবীর ও আলিয়া ভাট, শহীদ কাপুর ও মীরা। বাদ যাননি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রাও। হাজির হন অজয় দেবগণ। তবে মেয়ে বা স্ত্রী কাজল কারোরই দেখা মেলেনি। ভাই ইব্রাহিম আলী খানকে সঙ্গে নিয়ে আসেন অভিনেত্রী সারা আলী খান। স্ত্রীসহ ছেলে ও মেয়েকে নিয়ে  হাজির হন সঞ্জয় দত্ত। বাঙালি স্টাইলের ধুতিতে নজর কাড়লেন জন আব্রাহাম। হাজির হন সুনীল শেট্টি,অনিল কাপুর, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, দিশা পাটানি। স্ত্রী সায়রা বানুকে নিয়ে হাজির হন সুরসম্রাট এ আর রহমান। নির্মাতা করণ জোহরও হাজির ঝলমলে পোশাকে। সুরের জাদু ছড়িয়ে দেন ভারতের সুরের দেবী খ্যাত শ্রেয়া ঘোষাল।

 

 

সর্বশেষ খবর