মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

কোপা রাঙালেন শাকিরা

শোবিজ ডেস্ক

কোপা রাঙালেন শাকিরা

যুক্তরাষ্ট্রের মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। ফাইনালের অন্যতম আকর্ষণ ছিল কলম্বিয়ার গায়িকা শাকিরার পারফরম্যান্স। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক পুরনো। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের থিম সং ‘ওয়াকা ওয়াকা’ও ছিল তাঁরই গাওয়া। সেবার স্টেডিয়ামে তাঁর পারফরম্যান্সের কথা মনে রেখেছেন অনেক দর্শক। এবারও কোপার ফাইনালে মনে রাখার মতোই পারফরম্যান্স উপহার দিয়েছেন শাকিরা। দুঃখের ব্যাপার একটাই, তাঁর দেশ কলম্বিয়া ফাইনালে হেরে গেছে। ‘হিপস ডোন্ট লাই’, ‘ওয়াকা ওয়াকা’সহ জনপ্রিয় কয়েকটি গান গেয়ে শোনান শাকিরা। হাফ টাইমের শোতে শাকিরা কার্ডি বি-এর সঙ্গে ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবামের ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’র কয়েকটি গান গান। ২০ মিনিট গান করেন কলম্বিয়ার এই তারকাশিল্পী। এই পারফরমেন্সের জন্য শাকিরা পারিশ্রমিক নেন ২ মিলিয়ন ডলার।

এদিকে, হাফ টাইমের বিরতি বাড়ানোয় চারদিকে চলছে সমালোচনার ঝড়। অনেকেই এটাকে খেলার ধারাবাহিকতা নষ্ট বলে মনে করছেন। ফাইনালে লম্বা বিরতি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন কলম্বিয়ার কোচ নেস্তোর লোরেঞ্জো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন। যদিও পরে তিনি কলম্বিয়ান পপ তারকা শাকিরার প্রশংসা করেছেন। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কলম্বিয়া।

 

সর্বশেষ খবর