মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আলোচনায় ইয়াশ রোহান

শোবিজ প্রতিবেদক

আলোচনায় ইয়াশ রোহান

সম্প্রতি রাফাত মজুমদার রিংকুর ‘ইতিবৃত্ত’ নাটকটিতে ইয়াশ রোহানের ‘বৃত্ত’ চরিত্রে অভিনয় নিয়ে চলছে আলোচনা। নাটকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও রোমান্টিক গল্পের নাটকে ইদানীং তাঁকে বেশি দেখা যায়। নাসির খানের লেখা নাটকটি অনলাইনে প্রকাশের পর দর্শকদের মুগ্ধতা কাড়ে। ইয়াশ বলেন, ‘দর্শকের কাছে একটি কাজ তখনই গ্রহণযোগ্য হয় যখন তাঁর গল্প ও চরিত্র ভালো লাগে। আমার কাছে গল্প ও চরিত্র গুরুত্বপূর্ণ।’ টেলিভিশন দিয়ে অভিনয়ের ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমা ও ওটিটি প্ল্যাটফরমে অভিনয় করছেন ইয়াশ রোহান। বড় পর্দায় তাঁর অভিষেক হয় ‘স্বপ্নজাল’ দিয়ে। এরপর ‘পরাণ’ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ‘পরাণ’ সিনেমা দিয়েও দর্শকদের নজর কাড়েন এ অভিনেতা।  সিনেমা ও ওটিটিতে সাফল্য পেলেও টিভি ও ইউটিউবকেন্দ্রিক নাটকে এখন তাঁকে বেশি দেখা যায়। আরও কয়েক মাস নাটকেই ব্যস্ত থাকবেন বলে জানান এ অভিনেতা। কোন মাধ্যমে কাজ করতে স্বাছন্দ্য খুঁজে পান? ‘একজন অভিনেতা সবখানেই অভিনয় করতে পারেন। বড় পর্দা, ছোট পর্দা এবং ওটিটি বিষয় নয়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর