শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে

শোবিজ প্রতিবেদক

তাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে

আতঙ্কিত সময় পেরিয়ে স্বস্তির দেখা মিলছে ক্রমশ। চুপচাপ স্তব্ধ সময় পেরিয়ে ফের কর্মচঞ্চল হয়ে উঠছে গোটা দেশ। এদিকে দেশে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা অস্থিরতা প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘১৮ জুলাই আমি কেঁদেছি। মৃত্যুর খবরে আমার কান্না থামাতে পারছিলাম না। বাচ্চাগুলোর একটার পর একটা মৃত্যুর খবর আসছিল, কিছুতেই কান্না আটকে রাখতে পারিনি। আমি তো ভাবতেই পারি না, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এমনটা হতে পারে!’ এদিকে কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীও বিষণ্ন প্রতিক্রিয়া জানান গত কয়েক দিনের ঘটনার প্রেক্ষিতে। তিনি বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী আবু সাঈদের বন্দুকের সামনে বুক পেতে দাঁড়িয়ে থাকার দৃশ্যটি এসে ভিড় করে বারবার। হৃদয় কেঁদে ওঠে, ঘুম চলে যায়। মাথার ভিতর প্রশ্ন এসে পীড়া দেয়, স্বাধীনতার অর্ধশতাব্দী পরও এ দৃশ্য দেখতে হলো?’ এদিকে কোটা আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন চিত্রনায়ক সোহেল রানাও।

সর্বশেষ খবর