শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ব্যথিত রুনা লায়লা

শোবিজ প্রতিবেদক

ব্যথিত রুনা লায়লা

বরেণ্য ব্যান্ড তারকা শাফিন আহমেদের আকস্মিক মৃত্যুতে অন্যদের মতো গভীরভাবে ব্যথিত হয়েছেন উপমহাদেশের সুরসম্রাজ্ঞী রুনা লায়লা। গণমাধ্যমকে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি শকড। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। এমনটি কখনো আশা করিনি। শাফিন আহমেদের মৃত্যু অপ্রত্যাশিত। কী-বা বয়স হয়েছিল। এমন মৃত্যু মানা যায় না, খারাপ লাগছে।’ তিনি বলেন, ‘শাফিন আহমেদের গান আমি শুনেছি। খুব দরদ দিয়ে গাইতেন। তরুণদের মাঝে তার গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তরুণরা তার গানে এক ধরনের উন্মাদনা ও আনন্দ খুঁজে পেতেন। স্টেজে গান করে দর্শক মাতিয়ে রাখার ক্ষমতা তার ছিল।’ তিনি আরও বলেন, ‘ফেসবুকে কখনো কখনো কথা হয়েছে। কখনো কখনো আমার স্ট্যাটাসে কমেন্ট করতেন। একবার বাসায় এসেছিলেন কয়েকজন মিলে, সেটা অবশ্য কপিরাইটের বিষয়ে কথা বলতে।’ শাফিন আহমেদের বাবা-মা সম্পর্কে তিনি বলেন, তার মা বিখ্যাত সংগীতশিল্পী ফিরোজা বেগম। তার বাবা সংগীতের বিশাল ব্যক্তিত্ব। মনে পড়ে, শ্রদ্ধেয় ফিরোজা বেগমের নামে দেওয়া অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম। সেই সম্মাননা নেওয়ার সময় শাফিনের সঙ্গে দেখা হয়, কথা হয়। সেই স্মৃতিটা আজ মনে পড়ছে। শাফিন আহমেদ শুধু যে ব্যান্ডের গান করেই জনপ্রিয়তা পেয়েছিলেন তা কিন্তু নয়, মাঝে মাঝে নজরুল সংগীতও করতেন। এটা বিরাট গুণ। মায়ের কাছ থেকে এই গুণটি হয়তো পেয়েছিলেন। রুনা লায়লা শোকাতুর কণ্ঠে বলেন, শাফিন আজ চলে গেলেন অনন্তের ঠিকানায়। অনন্তের ঠিকানায় শান্তিতে থাকুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর