বুধবার, ৩১ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ভারতের ওটিটিতে

আরিফিন শুভ-চঞ্চল-মোশাররফ

শোবিজ প্রতিবেদক

আরিফিন শুভ-চঞ্চল-মোশাররফ

কলকাতার ওটিটি প্ল্যাটফরম ফ্রাইডে যাত্রা শুরু করেছে ২৭ জুলাই থেকে। এরই মধ্যে সাতটি সিরিজের শুট শেষ করেছে নতুন এ প্ল্যাটফরমটি। যার একটিতে কাজ করেছেন বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। যেটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক অরিন্দম শীল; সিরিজটির নাম ‘উনিশে এপ্রিল’। ‘উনিশে এপ্রিল’ সিরিজ নির্মিত হয়েছে ১৯৭৬ সালে কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা অবলম্বনে। ওই বছরের ৪ মে রহস্যজনকভাবে মৃত্যু হয় সুরূপা গুহর। তাঁর স্বামী ইন্দ্রনাথ গুহ (একটি স্কুলের তৎকালীন প্রিন্সিপাল), বাবা সতীকান্ত, প্রীতিলতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। ইন্দ্রনাথের সঙ্গে অভিনেত্রী অপর্ণা সেনের ঘনিষ্ঠতা থাকায় তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। মামলার নিষ্পত্তি হয় অদ্ভুতভাবে। তথ্যপ্রমাণে বিচ্যুতি ঘটানোয় ইন্দ্রনাথের দুই বছরের জেল হয়। সিরিজে ইন্দ্রনাথ গুহর চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে। এর আগে কলকাতার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, ওটিটি প্ল্যাটফরম ফ্রাইডের জন্য ছয় পর্বের ‘আদর্শ হিন্দু হোটেল’ শিরোনামের একটি সিরিজে কাজ করবেন বাংলাদেশের মোশাররফ করিম। যেটিও পরিচালনা করবেন অরিন্দম শীল। এ ছাড়া, ফ্রাইজের জন্য তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে পিরিয়ড ড্রামা ‘গণদেবতা’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করার ঘোষণা এসেছিল কলকাতার গণমাধ্যমে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের নির্মাণে যেখানে দেবু পণ্ডিতের চরিত্রে অভিনয় করার কথা বাংলাদেশের গুণী অভিনেতা চঞ্চল চৌধুরীর।

সর্বশেষ খবর