রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ব্রিটনির বই থেকে সিনেমা

শোবিজ ডেস্ক

মার্কিন পপতারকা ব্রিটনি স্পিয়ার্স লিখেছিলেন তার জীবনেরই গল্প। যে গল্প আবার ফ্যান্টাসি সিনেমাকেও যেন হার মানায়। আত্মজীবনী দিয়ে সাজানো গত বছর প্রকাশিত ‘দ্য উইমেন ইন মি’ নামের বইটি বিক্রিতেও হয়েছে শীর্ষ। বইটিতে ব্রিটনি ছোট্ট একটি ‘মিকি মাউস ক্লাব’ থেকে পপ সুপারস্টারডমে নিজেকে প্রতিষ্ঠা করার স্ট্রাগলের কথাগুলো তুলে ধরেছেন অসাধারণ উদারতা এবং হাস্যরসের মাধ্যমে। বইটি নিষ্ঠুরভাবে সৎ ছিল এবং প্রাক্তন প্রেমিক জাস্টিন টিম্বারলেকের সঙ্গে সম্পর্কের বিষয়ে নির্মোহভাবে উঠে এসেছিল। সেই বই অবলম্বনে এবার নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নির্মাণ করছেন ‘উইকেড’ নির্মাতা জন এম চু। প্রযোজনা করছেন মার্ক প্লট। নিজের বায়োপিকের কথা সরাসরি না জানালেও এক্স-এ উচ্ছ্বাস প্রকাশ করেছেন গায়িকা। ব্রিটনি লিখেছেন, ‘আমি রোমাঞ্চিত যে, একটা গোপন প্রজেক্টে যুক্ত হয়েছি। খবরটি ভাগাভাগি করতে পেরে ভালো লাগছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর