রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জয়ার উপলব্ধি

শোবিজ প্রতিবেদক

জয়ার উপলব্ধি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেছেন, ঢাকাই সিনেমা এখন ভালো গল্পে, ভালো নির্মাণের হলেও আমার কাছে মনে হয় আমাদের দেশের সিনেমায় প্রফেশনাল আচরণের একটু অভাব আছে। সিনেমাটা যেন ঠিকঠাকভাবে হয়ে উঠছে না। কোথায় যেন একটা ঘাটতি থেকেই যাচ্ছে। তবে এটাও ঠিক, আগের থেকে সিনেমার পরিবর্তন অনেক লক্ষণীয়। মন্দাবস্থা এখন আর নেই। দর্শকদের মধ্যেও ভালো সিনেমা দেখা ও প্রেক্ষাগৃহে যাওয়ার আগ্রহটা বেড়েছে। তাছাড়া এখন ওটিটিতেও ভালো কাজ হচ্ছে। সবকিছু মিলিয়ে দেশি কন্টেন্টের দর্শক চাহিদা বেড়েছে। তিনি বলেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বেশি থাকে, এটা ঠিক। মানুষ সবসময় আমার সম্পর্কের বিষয়ে জানতে চান। বিয়ে কবে করছি এটা জানতে চান। আমি সব সময় আমার ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করি। বিয়ে নিয়ে আপাতত কোনো ভাবনা নেই। তবে যে কোনো সময় কিছু ঘটেও যেতে পারে। আমি অভিনয় করে ক্লান্ত হচ্ছি না। তাই এখন স্বাধীনভাবে অভিনয়টা করতে পারছি, এটা নিয়েই থাকতে চাই। অভিনয়ের বাইরে কোনো কিছুই ভাবছি না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর