সোমবার, ১৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
ঘড়ি ধরে ৫ মিনিট : কামরুজ্জামান রাব্বি

ভাইরাল নয়, ভালো গান গাওয়ার চেষ্টা করি

ভাইরাল নয়, ভালো গান গাওয়ার চেষ্টা করি

নিজেকে লোকগানের মানুষ পরিচয় দিতে ভালোবাসেন কামরুজ্জামান রাব্বি। গেয়েছেন ‘আমি তো ভালা না’, ‘সখি শিমুল তুলার বালিশে’, ‘বামুন হইয়া চান্দের পানে’র মতো অসংখ্য জনপ্রিয় গান। মৌলিক গানের সংখ্যা ৩০০ ছুঁইছুঁই।  জনপ্রিয় এ শিল্পীর সঙ্গে কথা বলেছেন - আবদুল কাদের

 

এ সময়ের ব্যস্ততা কী নিয়ে?

বরাবরের মতোই গান নিয়ে কাজ করছি। নিজের চ্যানেলের জন্য, অন্যদের জন্য, এসব নিয়ে ব্যস্ত আছি। পাশাপাশি একটি ভার্সিটিতে পড়াই। আবার নিজে পিএইচডি করছি। ব্যস এই তো।

 

আপনার গানের হাতেখড়ি সম্পর্কে যদি নতুন করে একটু বলতেন-

ছোটবেলা থেকেই শুনে এসেছি আমার গানের গলা ভালো। ২০১৩-১৪ সালে প্রথমবারের মতো গান শেখা শুরু। গুরু নিজামুল ইসলাম খান। এরপর ২০১৬ সালে ঢাকায় এসে ছায়ানটে ভর্তি হই। এখানে চার বছর গান শিখি। তারপর সংগীতে অনার্স-মাস্টার্স শেষ করি। এর মধ্যে আরও কিছু ওস্তাদের কাছ থেকে তালিম নিই।

 

কোন ধরনের গান করতে বেশি ভালোবাসেন?

আমি সব সময় লোকগান গাই। পল্লীগীতি গাই। পল্লী মানুষের গানগুলো। এগুলোই আমার ভালো লাগে।

 

টেলিভিশন লাইভে আগের চেয়ে কম দেখা যায়। কারণটা কি?

কম দেখা যায় এমনটা না। গত বৃহস্পতিবারও আরটিভির লাইভ করলাম। পরের দিনও একটি চ্যানেলে লাইভ করেছি। তবে নিজ থেকেই লাইভ প্রোগ্রাম কমানোর চেষ্টা করছি। কারণ অনেক বেশি হয়ে যায়। ভাবলাম মাসে তিনটা লাইভ হয়ে যায়! একটা করি। এটাই কারণ। ২০২৩ সালে যতগুলো লাইভ করেছি, ২০২৪ সালে- সে তুলনায় কম।

 

স্টেজ প্রোগ্রামের কি খবর?

আগস্ট মাসে এমনিতেই স্টেজ প্রোগ্রাম কম থাকে। বর্তমান সময়ে দেশের পরিবর্তনের কারণে এখন স্টেজ প্রোগ্রাম হচ্ছে না। জানি না, কবে শুরু হবে। স্বাভাবিকভাবে স্টেজ প্রোগ্রাম শুরু হলে আমরা শিল্পীরাও আবারও স্টেজে গাইব। আমরা চাই, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসুক। কারণ অনেক শিল্পী স্টেজ প্রোগ্রামের ওপর নির্ভরশীল। তাদের জন্য হলেও পরিস্থিতি স্বাভাবিক হোক।

 

আপনার গান- ‘আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো’। গানটি এক সময় বেশ ভাইরাল হয়েছিল। ছোট্ট এ শব্দটা আপনার ব্যক্তিজীবনে কেমন পরিবর্তন এনেছে?

আসলে আজকাল ‘ভাইরাল’ শব্দটা নেতিবাচক হিসেবে ব্যবহৃত হয়। কারণ ভাইরাল হওয়ার পরে সেই মানুষটির গুণগুলো আমরা খুঁজে ফিরি। পরে দেখি, বেশির ভাগ গুণ থাকে না। কোনো গুণী মানুষ ভাইরাল হন তা আমরা সাদরে গ্রহণ করি। ভাইরাল হয়েছে, আর গুণ আছে- এমনটা কমই দেখা যায়। ‘ভাইরাল’ যেহেতু হয়েছি, সঙ্গে ভালো কর্মগুলোও মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আর আমি সব সময়ই ভাইরাল নয়, ভালো গান গাওয়ার চেষ্টা করি।

 

গানের ভিডিওতে অভিনয় করেছেন। এমনকি নাটক-সিনেমায় আপনাকে দেখা গেছে। নিয়মিত হওয়ার ইচ্ছা আছে কি?

বেশ কিছুদিন আগে ‘বউ দৌড়’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। এটা বাংলাভিশনের বেশ জনপ্রিয় একটি ধারাবাহিক। মূল চরিত্রে আছেন মোশারফ করিম। আমার চরিত্রটি হলো ‘মোহন’-মোশারফ করিমের একজন বন্ধু।  একই চ্যানেলে আরেকটি ধারাবাহিক ‘বাওকুমটা বাতাস’ নাটকে অভিনয় করছি। সামনে আসছে আরেকটা সিনেমা। সেখানেও কাজ করেছি। অভিনয়টা করছি টুকটাক, সামনেও করব।

 

নতুনদের জন্য পরামর্শ-

একটা কথা আমি বারবারই বলি- গানটা যদি গাইতে চাই, জানতে হবে শিখতে হবে। এর বিকল্প নেই। এ ছাড়া শর্টকাট বলে কিছু নেই।

সর্বশেষ খবর