বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
ঘড়ি ধরে ৫ মিনিট

আসলে আমি ব্যস্ত থাকলে ভালো থাকি

সানিয়া সুলতানা লিজা

আসলে আমি ব্যস্ত থাকলে ভালো থাকি

তারকা সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ১৬ বছর ধরে গানের সুরে সুরে মুগ্ধ করে রেখেছেন শ্রোতাদের। নিয়মিত মৌলিক গান উপহার দিচ্ছেন। ফের স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই সংগীত শিল্পীর সঙ্গে নানা বিষয়ে কথা বলেছেন - পান্থ আফজাল

 

মাতৃত্বকালীন বিরতি পেরিয়ে গানে ফিরেছেন?

কয়েকটা মাস গান থেকে দূরে ছিলাম। তবে এখন সন্তানের দেখভালের পাশাপাশি চেষ্টা করছি আবার গানে নিয়মিত হওয়ার। এরই মধ্যে নতুন কয়েকটি গান করেছি। নিজের ইউটিউব চ্যানেলে কিছু প্রকাশ হয়েছে। নুরুল ইসলাম মানিকের লেখা, ফয়সাল আহমেদের সুরে ও মীর মাসুমের সংগীতায়োজনে ‘তুমি এলে’ শিরোনামের মৌলিক গান করেছি। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলেও গান গাইছি।

 

এরই মধ্যে স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠেছেন। এই ফেরাটা কেমন উপভোগ করছেন?

আসলে আমি ব্যস্ত থাকলে ভালো থাকি। তবে অনেকেই অবাক হচ্ছে আমার এই দ্রুত ফেরা দেখে। পর পর শো দেখেও অনেকে চমকে যাচ্ছেন। কারণ আমার কন্যা ইয়াশা জন্মের পর খুব বেশি সময় বিরতি নিইনি। এটা আসলে শুধু শারীরিক নয়, মানসিক একটা বিষয়ও। আমার মনে হয়েছে, আমি কাজ শুরু করে দিতে পারি। তাই শুরু করেই দিলাম। শোয়ের বেশ ব্যস্ততা যাচ্ছে এখন। সামনেও বেশ কয়েকটি শো রয়েছে।

 

দীর্ঘদিন উপস্থাপনায় নেই, ফিরবেন কবে?

আমি গানের মানুষ। পুরোটা সময় গানের সঙ্গেই থাকতে চাই। অন্য কিছু করতে গিয়ে যদি গানের জন্য সময় বের করতে না পারি! আপাতত গান নিয়েই আছি।

 

টিভি অনুষ্ঠান বা স্টেজ শোতে গান নির্বাচন কীভাবে করেন?

গানের নির্বাচন মূলত অনুষ্ঠান বুঝে করা হয়ে থাকে। সেভাবে একেক শোতে একেক ধরনের গান পরিবেশন করি। আর আমি তো সব ধরনের গানই গাইতে পারি।

 

দেশে নাকি দেশের বাইরে গাইতে স্বাচ্ছন্দ্যবোধ বেশি?

দেশের আনাচে-কানাচে যে কোনো ধরনের আয়োজনে গান গাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে দেশের বাইরের বিষয়টি আলাদা। সেখানে তো আয়োজকদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়ে থাকে। তাই তাদের মতো করে গাইতে হয়।

 

নিজের ইউটিউব চ্যানেলে নতুন গান প্রকাশ হবে?

গান তো করেছি। খুব শিগগিরই আমার চ্যানেল থেকে আরও কিছু গান প্রকাশ পাবে।

সর্বশেষ খবর