বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

তমা মির্জার প্রশ্ন

শোবিজ প্রতিবেদক

তমা মির্জার প্রশ্ন

দেশের রাজনৈতিক পটের এমন পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মানসিকতায়ও পরিবর্তন এসেছে। সাধারণ মানুষের সঙ্গে শোবিজ ও সংগীত তারকারাও বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে ছাড়া কোনো ধরনের স্ট্যাটাস বা পোস্ট করলে, তাতে কটূক্তি কিংবা কটাক্ষ করতে ছাড় দিচ্ছেন না নেটিজেনরা। চিত্রনায়িকা তমা মির্জা বিষয়টি নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে এই নায়িকা লিখেছেন, ‘যারা আমাদের অনেকের পোস্টে এসে জিজ্ঞাসা করছেন, ১৬ বছর কই ছিলা? সঙ্গে আরও যা যা বলছেন, সেটা আপনার পারিবারিক শিক্ষার বহিঃপ্রকাশ।’ ‘আচ্ছা, আমার প্রশ্ন এখন এত কথা যে বলছেন, দেশপ্রেম সব মানুষের পোস্টে এসে কমেন্টস করে প্রকাশ করছেন। আপনি নিজে কি ১৬ বছর দেশের বাইরে ছিলেন? না মানে আপনার ফেসবুকে তো আগের ১৬ বছরের কোনো বিদ্রোহী আওয়াজ পাচ্ছি না। যদিও এর মধ্যে ফেক আইডি অগণিত। যাদের কাজ মানুষের আইডিতে গিয়ে বাজে কমেন্টস করা।’ তিনি লিখেছেন, ‘শোনেন, আগে মানবিক হন, আমাদের বীর সাহসী ছাত্রযোদ্ধারা আমাদের জন্য, দেশের জন্য যা করেছে এবং এখনো যা করছে, তা আমি-আপনি করার মতো সাহস ভবিষ্যতে আদৌ হবে কি না জানি না। তাই চাই না বিচ্ছিন্ন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাদের কোনো প্রশ্নের সম্মুখীন হতে হোক।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর