সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ড নিয়ে নির্মিত ছবি ‘অমীমাংসিত’ ওটিটির জন্য নির্মাণ করা হলেও সেন্সর বোর্ডের জাঁতাকলে সেটি আর মুক্তি পায়নি। এটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়। অবশেষে জানা গেল, ছবিটি মুক্তি পাচ্ছে। সেন্সর বোর্ড নিয়ে অন্তর্র্বর্তী সরকারের নতুন ভাবনায় শিগগিরই এটি নতুন করে সেন্সর বোর্ডে জমা দেবেন বলে ইতোমধ্যে জানিয়েছেন এর পরিচালক রায়হান রাফি। ছবিটির মুক্তি নিয়ে ইতোমধ্যে সরব হয়েছেন পরিচালক, অভিনয়শিল্পীরা। এতে অর্ণব (সাগর) চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ এবং নিরু (রুনি) চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। ‘অমীমাংসিত’ মুক্তির খবরে স্বস্তিতে তানজিকা আমিন। তিনি বলেন, ‘যেহেতু এটা খুব আলোচিত একটা ঘটনা এবং সাগর-রুনি সম্পর্কিত; খুব স্বভাবতই তারা সেটা চায়নি যে এটা আসুক। তারা ভয়ও পেয়েছিল, কি না কি দেখানো হয়েছে এতে! সেজন্যই সেন্সরের নামে এটাকে আটকে দেওয়া হয়েছিল এবং ওই সময় ছবিটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়। যেহেতু নতুন সরকার গঠিত হয়েছে, আমরা আমাদের বাক-স্বাধীনতা পেয়েছি। এখন আমরা চাইছি ছবিটা আসুক এবং সবাই দেখুক। তবে অবশ্যই আমরা সিস্টেমের বাইরে যেতে চাইছি না। যেহেতু সেন্সরে দেওয়া হয়েছিল, তাই আবারও সেন্সরের মাধ্যমেই আমরা চাই ছবিটা মুক্তি দেওয়া হোক। পরিকল্পনা চলছে।’