শিরোনাম
শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

মস্কো উৎসবে ‘লতিকা’

শোবিজ প্রতিবেদক

মস্কো উৎসবে ‘লতিকা’

নড়াইল জেলার চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক সংগ্রামী নারী ও তার পরিবারকে কেন্দ্র করে নির্মিত প্রামাণ্যচিত্র জায়গা করে নিল রাশিয়ার সম্মানজনক মস্কো আন্তর্জাতিক প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে। স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ‘লতিকা’ নামের বাংলাদেশের এ ডকুমেন্টারি ছবিটি। খবরটি নিশ্চিত করেছেন এর নির্মাতা ও প্রযোজক সামছুল ইসলাম স্বপন। নির্মাতা স্বপন বলেন, ‘এমন খবরে খুবই আনন্দিত আমি। ‘লতিকা’ চলচ্চিত্রটি উৎসবে প্রদর্শনী হবে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায়। এতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, চিলি, চীন, ফ্রান্স, জর্জিয়া, ইরান, ইতালি, কুর্দিস্তান, মলদোভা, নেদারল্যান্ডস, পাকিস্তান, রাশিয়া, স্পেন, সিরিয়া এবং  সংযুক্ত আরব আমিরাতের চলচ্চিত্র স্থান পেয়েছে। ৫ সেপ্টেম্বর থেকে উৎসব শুরু হবে, শেষ হবে ১৫ তারিখ।’ নির্মাতা জানান, ‘লতিকা’র গল্পে মালো সম্প্রদায়ের এক দম্পতি তাদের দুই সন্তান এবং তিন জোড়া ভোঁদড় নিয়ে টানাপোড়েনের সংসারের চিত্র তুলে ধরা হয়েছে। ‘লতিকা’ আগে সুইজারল্যান্ডের ৫৫তম ভিশনস দু রিল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে অফিশিয়াল সিলেকশন পেয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর