কোনো পণ্যের দাম অত্যধিক বাড়লেই সেটি খেতে জনসাধারণকে নিরুৎসাহিত করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাতলে দিতেন বিকল্প। সঙ্গে দিতেন নানা উদ্ভট রেসিপি। কিন্তু পণ্যটির দাম কমানো নিয়ে ছিল না তাঁর কোনো তৎপরতা। শেখ হাসিনা এবং তাঁর সাঙ্গপাঙ্গদের দুর্নীতি নিয়ে এখন আওয়াজ তুলছেন অনেকেই। তাদেরই একজন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা জিতু আহসান।
এক ফেসবুক পোস্টে এ অভিনেতা লিখলেন- ‘নিজে আর সঙ্গী-সাথীরা মিলে লুটপাট করছেন লাখ লাখ কোটি টাকা। আর আমাদের গল্প শুনাইছেন কাঁঠালের তরকারি, সিদ্ধ ডিম, নুন ভাত, পিঁয়াজ ছাড়া রান্নার। ব্যাপক বিনোদন।’ তাঁর এ পোস্টের নিচে অনেকেই মন্তব্য করেছেন। নাজিয়া খালেদ লোপা নামে একজন লিখেছেন- ‘ভাইয়া কুমড়ার বেগুনি বাদ পড়ছে।’ মিতা হাসান নামে একজন লিখেছেন- ‘আর ঐ কাঁঠালগুলো তো আমাদের মাথাতেই ভেঙে খাওয়া হইছে।’ অভিনেতা জিতু আহসান এর আগে সরব ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে।