রবিবার, ২৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

উদ্বিগ্ন মেহজাবীন

শোবিজ প্রতিবেদক

উদ্বিগ্ন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন বলেন, ‘আমার প্রথম অভিনীত ‘সাবা’ সিনেমাটি যখন টরেন্টো উৎসবে ডিসকভারি বিভাগে নির্বাচিত হয়। তখন এই খুশিটা আমি সেভাবে উদযাপন করতে পারিনি। কারও সঙ্গেই সেভাবে কথাও বলতে পারিনি। কারণ তখন দেশের অবস্থা ভালো ছিল না। সে সময় সিনেমা নিয়ে উচ্ছ্বাস করার পরিস্থিতিও ছিল না।’ দেশের পরিস্থিতি ও শুটিংয়ে ফেরা প্রসঙ্গে মেহজাবীন বললেন, ‘শিল্পী হিসেবে আমার জায়গা থেকে ছাত্রদের পক্ষে আওয়াজ তুলি। আমি মনে করি, সবারই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। অন্যায়কে রুখে দেওয়া উচিত সম্মিলিতভাবে। তবে এ আন্দোলনের কথা ইতিহাসের পাতায় লেখা থাকবে। এখন পরিস্থিতি কিছুটা ভালো হলেও আমার কাছে মনে হয় কেউই এখনো শুটিং করার মানসিকতায় নেই। আমরা সবাই মিলে আগে দেশটাকে গোছাই। এটাই ভালো হবে।’ ‘সাবা’র মাধ্যমে ১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন। এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। শোনা যাচ্ছে, এ বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘সাবা’।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর