সোমবার, ২৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মাকসুদের

শোবিজ প্রতিবেদক

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মাকসুদের

মাকসুদুল হক, বাংলাদেশ ব্যান্ডসংগীতের একজন পুরোধা। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর প্রতিষ্ঠাতা সভাপতিও তিনিই। যার কথা, সুর, কণ্ঠ, গবেষণা আর নেতৃত্বে শুধু বাংলাদেশের ব্যান্ড শিল্পই নয়, সমৃদ্ধ হয়েছে বাংলা সংগীত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ ধরে পটপরিবর্তনের এ নতুন বাংলাদেশের কাছে বিশেষ দাবি নিয়ে হাজির হয়েছেন এ নন্দিতজন। এ সমাজ অথবা রাষ্ট্রের প্রতি তিনি তুলে ধরেছেন বাংলাদেশে ব্যান্ডসংগীতের বিস্তারিত ইতিহাস। যার মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন এ ব্যান্ডসংগীত কেমন করে সমৃদ্ধি ও বৈষম্যবিরোধী বাংলাদেশ গঠনের বার্তাবাহক হয়ে জেগে আছে। ব্যান্ডের এ ইতিহাস তুলে ধরার পেছনে তাঁর একটাই দাবি, ব্যান্ডসংগীত যেন রাষ্ট্রীয় স্বীকৃতি পায়।

 

সর্বশেষ খবর