শিরোনাম
বুধবার, ২৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ববিতার উদ্বেগ...

শোবিজ প্রতিবেদক

ববিতার উদ্বেগ...

ভয়াবহ বন্যায় ভাসছে দেশের ১২টি জেলা। আক্রান্ত ৫০ লাখের বেশি মানুষ। সংবাদমাধ্যম ও সামাজিকমাধ্যমে সেসব দৃশ্য দেখে অভিনেত্রী ববিতা বললেন, ‘এটাই বাংলাদেশিদের চিরায়ত রূপ।’ এ অভিনেত্রী রয়েছেন সুদূর কানাডায়। সেখানে পড়াশোনা শেষে চাকরি করছেন তাঁর একমাত্র ছেলে অনিক। সেখান থেকে দেশের বন্যা পরিস্থিতি নিয়ে নিজের অভিব্যক্তি জানান নায়িকা। ববিতা বলেন, ‘প্রতিটি মুহূর্ত কানাডায় অনেক উৎকণ্ঠা, উদ্বিগ্নতার মধ্য দিয়ে কাটছে। নানা সংবাদমাধ্যমে তো খবর শুনছি, পাশাপাশি আমার পরিবারের সদস্যদের কাছ থেকেও আপডেট নিচ্ছি।’ অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশে স্মরণকালের এ বন্যা প্রতিরোধে সব শ্রেণির মানুষ যেভাবে কাঁধে কাঁধ রেখে সম্মিলিতভাবে কাজ করছে, তাতে আবারও প্রমাণিত হয়েছে বাংলাদেশিরা জীবন বাজি রেখে কাজ করতে পারে।’ তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্যাদুর্গত এলাকায় গিয়ে বন্যাকবলিত মানুষকে উদ্ধার করছে, আবার তারা খাদ্যও সরবরাহ করছে। নিরাপদ জায়গায় এনে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। কেউ কেউ ব্যক্তিগভাবে ফান্ড সংগ্রহ করে নানা ধরনের খাবার নিয়ে বন্যাদুর্গতদের পাশে থাকছে।  সবার মধ্যে এই যে বন্যাদুর্গতদের পাশে থাকার আন্তরিক প্রচেষ্টা, আল্লাহর কাছে দোয়া করি, দ্রুত যেন বন্যা থেকে আমরা পরিত্রাণ পাই।’

 

সর্বশেষ খবর