বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

কুদ্দুস বয়াতির প্রস্তাব

শোবিজ প্রতিবেদক

কুদ্দুস বয়াতির প্রস্তাব

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ইউটিউব চ্যানেলেও নিয়মিত কনটেন্ট তৈরি করেন তিনি। সাম্প্রতিক ঘটনাবলি দেখে বিরক্ত কুদ্দুস বয়াতি সেখানেই দিলেন একটি পরামর্শ। প্রস্তাব করলেন শাহবাগের নতুন নাম। নতুন অন্তর্র্বর্তী সরকারের কাছে বিভিন্ন গোষ্ঠীর নানান দাবিদাওয়া নিয়ে রাজধানীর শাহবাগে জড়ো হওয়ায় বিরক্ত তিনি। এরই ধারাবাহিকতায় রিকশাচালকদের দুটি দলকে দাবি নিয়ে জড়ো হতে দেখা গেছে শাহবাগে। এ সংবাদ দেখে কুদ্দুস বয়াতি ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘শাহবাগের নাম পাল্টে মামাবাড়ির আবদারবাগ রাখা হোক।’ তাঁর এ পোস্ট পছন্দ করেছেন ভক্ত-অনুরাগীরা। কুদ্দুস বয়াতি আরও বলেন, ‘নতুন সরকারকে কমপক্ষে দু-চার বছর সময় দিতে হবে, ভালো করে বসার জন্য। এ অল্প সময়ের মধ্যে এত শত দাবি নিয়ে আসা মঙ্গলজনক নয়। এজন্যই আমি এ স্ট্যাটাসটি দিয়েছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর