নায়িকা বুবলী ছুটলেন বন্যাদুর্গতদের দোরগোড়ায়। নিজ হাতে তুলে দিলেন খাবার পানি, মুড়ি-স্কুট, স্যালাইনসহ অনেক রকমের উপহারসামগ্রী। না, অন্য অনেকের মতো ফেনীতে গিয়ে বসে থাকেননি বুবলী। তিনি বেছে নিলেন অনেকটা অবহেলায় পড়ে থাকা নোয়াখালী অঞ্চলকে। যেখানে তার নিজেরও পৈতৃক ভিটা। তবে পানি নেমে যাওয়ার পর কিংবা ত্রাণ দেওয়া মানুষের ভিড় কমার পর বুবলী অনেকটা স্বাভাবিক পরিবেশে গিয়ে হাজির হয়েছেন উপহার নিয়ে। জানান দিলেন ইচ্ছা করেই রয়ে-সয়ে হাজির হয়েছেন। কারণ বন্যাকবলিতদের মূল অভাব শুরু হয় বন্যা-পরবর্তী সময়ে। তখন সাহায্য করার মানুষও সে অর্থে থাকে না। সেই ভাবনা থেকে ২৯ আগস্ট পিকআপ ও নৌকাযোগে বিপুল খাবারসামগ্রী বণ্টন করেন নোয়াখালীজুড়ে। বুবলীর ভাষায়, ‘বন্যার্ত মানুষগুলোকে কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ এটা আমার মানসিক শান্তি।’ নোয়াখালী ঘুরে এসে বুবলী আরও জানান, বন্যাদুর্গত এলাকায় যোগাযোগব্যবস্থা খুবই নাজুক। ফলে সবার কাছে উপহার পৌঁছানো খুবই কঠিন কাজ। তবুও তিনি সবাইকে অনুরোধ করেছেন এই বলে, ‘বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রীগুলো সঠিকভাবে পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’