কঙ্গনা রানাওয়াত অভিনীত ও পরিচালিত ছবি ‘ইমারজেন্সি’ নিয়ে বিতর্কের জট যেন কাটতেই চাইছে না। ছবি মুক্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ছবিটি মুক্তির অনুমতি দেয়নি সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। আর এতেই হতাশ কঙ্গনা মাথা ঠান্ডা রাখতে পারছেন না। হাই কোর্টের রায়ের পর ফুঁসে উঠেছেন তিনি। বলেন, সবাই মিলে আমাকে নিশানা করছে। যখন একটা ঘুমন্ত দেশকে জাগিয়ে তুলতে হয়, এ মূল্যগুলো দিতেই হয়। আমি কী নিয়ে কথা বলছি, কেউ বুঝতেই পারছে না। সেন্সর বোর্ড নির্বিচারে, বেআইনিভাবে আটকে দিচ্ছে ‘ইমারজেন্সি’র ছাড়পত্র- অভিযোগ ছবি নির্মাতার। সেই কারণে মুম্বাই হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন নির্মাতারা। যদিও তাতে খুব সুবিধা করে উঠতে পারেনি ছবিটি। এ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে ছিলেন কঙ্গনা।