রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

চলচ্চিত্র নির্মাণে ঐন্দ্রিলা

শোবিজ প্রতিবেদক

চলচ্চিত্র নির্মাণে ঐন্দ্রিলা

অভিনেতা বাবার জীবন নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা বানাবেন অভিনেত্রী কন্যা। তা-ই নয়, এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য সিনেমার ওপর পড়াশোনাও করেছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। ৪ সেপ্টেম্বর ছিল ঢালিউডের ‘মহানায়ক’ বুলবুল আহমেদের জন্মদিন। সেদিনই তাঁর মেয়ে অভিনেত্রী তাজরিন ফারহানা ঐন্দ্রিলা জানালেন বাবাকে নিয়ে সিনেমা নির্মাণের কথা। এর আগে তিনি বুলবুল আহমেদকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন। ‘বুলবুল’ গবেষক হিসেবে পুরস্কারও পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঐন্দ্রিলা জানান, এবার বড় পরিসরে চলচ্চিত্র নির্মাণ করতে চান। বলেন, ‘ঢাকার স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ফিল্মের ওপর পড়াশোনা করেছি। ভালো রেজাল্টও এসেছে। মূলত আমার পড়াশোনা ছিল মার্কেটিং বিষয়ে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম। এখন নিজেকে উপযুক্ত মনে করছি, তাই ঘোষণা দিয়েছি চলচ্চিত্রটির।’ ঐন্দ্রিলা এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করেছেন। এটির জন্য বুলবুল আহমেদের সময়কার চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বেঁচে আছেন তাদের সঙ্গেও দেখা করবেন বলে জানালেন।

 

সর্বশেষ খবর