রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

খেলনা সংগ্রহ করছেন নওশাবা

শোবিজ প্রতিবেদক

খেলনা সংগ্রহ করছেন নওশাবা

বন্যাকবলিত মানুষ এবং জনপদ নিয়ে অসংখ্য মানুষ ও সংগঠন কাজ করে চলেছে। যার মধ্যে বেশির ভাগই খাবার ও অর্থের জোগান দিচ্ছেন। যে বিষয়টি একেবারে অনাদরে রয়েছে সেটি হলো- শিশুদের মানসিক স্বাস্থ্য। ভয়াল বন্যার সময় শিশুদের ভিতরে যে ভয় কিংবা নিরাপত্তাহীনতার জন্ম হয়েছে সেটি কাটানো খুব জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। না হলে বাচ্চাদের স্বাভাবিক বিকাশ ব্যাহত হবে। মূলত এ বিষয়টিকে মাথায় নিয়েছেন অভিনেত্রী ও পাপেটশিল্পী কাজী নওশাবা আহমেদ। বন্যাকবলিত এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে নওশাবার সংগঠন টুগেদার উই ক্যান এবং উৎসর্গ ফাউন্ডেশন যৌথভাবে কাজ করছে। পুরো কাজে ফ্রন্টলাইনে আছেন অভিনেত্রী নওশাবা। তিনি এ প্রচেষ্টায় সবাইকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

 

 

সর্বশেষ খবর