বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০০:০০ টা

লোডশেডিং নিয়ে পরীমণি

শোবিজ প্রতিবেদক

লোডশেডিং নিয়ে পরীমণি

গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে লোডশেডিং। গ্রামাঞ্চলের পাশাপাশি গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায়ও লোডশেডিং হচ্ছে। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে চিত্রনায়িকা পরীমণি বলেছেন, ‘নাইস’ লাগছে। মঙ্গলবার রাতে দেওয়া ফেসবুক পোস্টে পরীমণি বলেন, ‘লাস্ট তিন মাসের অতিরিক্ত ভূতুড়ে রকমের বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার সঙ্গে এখন যোগ হলো দিনে-রাতে এই বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা! নাইস।’ এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে। এ জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি, কয়লা আমদানি করা হচ্ছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর